আইনজীবী ছাড়াই সৌদি নারীর বিচার শুরু

প্রকাশ | ১৪ মার্চ ২০১৯, ১৩:০৬ | আপডেট: ১৪ মার্চ ২০১৯, ১৩:৫৮

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস

গত বছর গ্রেপ্তার হওয়া লুজাইন আল হাথলুলের পক্ষে কোনো আইনজীবী ছাড়াই বিচার শুরু করেছে সৌদির আরবের আদালত। গত বছর কয়েকজন নারী অধিকার কর্মীর সঙ্গে গ্রেপ্তার হন লুজাইন৷ বুধবার তার মামলা আদালতে উঠলেও তিনি কোনো আইনজীবী পাননি৷ খবর বিবিসির।

লুজাইন আল-হাথলুল প্রথম খবরে উঠে আসেন ২০১৪ সালে৷ গাড়ি চালিয়ে সৌদি আরব থেকে আরব আামিরাতের উদ্দেশ্যে রওয়ানা দেন তিনি৷ সেই সময় সৌদি আরবে নারীদের গাড়ি চালানোর ওপর কড়া নিষেধাজ্ঞা ছিল৷

এরপর ২০১৮ সালের মে মাসে গ্রেপ্তার হন তিনি৷ লুজাইন আল-হাথলুলসহ গ্রেপ্তার হওয়া আরও কয়েকজন নারী অধিকার কর্মী এই নিষেধাজ্ঞার বিরোধিতা করে আসছিলেন বেশ অনেক দিন ধরেই৷ তাদের গ্রেপ্তারের কয়েক সপ্তাহ পরই নারীদের গাড়ি চালানোর অনুমতি দেয় সৌদি।

লুজাইনের পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন, গ্রেপ্তারের পর তাকে মারধর করা হয়েছে৷ তার সঙ্গে যৌন হেনস্থা করা হয়েছে বলেও মনে করেন তারা৷

বুধবার বিচার শুরু হলেও অভিযুক্তের অধিকারের যে নিয়ম, তা অমান্য করে লুজাইনকে কোনো আইনজীবী বরাদ্দ করেনি সৌদি কর্তৃপক্ষ৷ পাশাপাশি, তার বিরুদ্ধে ঠিক কী কী অভিযোগ রয়েছে, সেটাও তাকে জানানো হয়নি বলে জানিয়েছে লুজাইনের পরিবার৷

মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এক টুইটে এই অবিচারের বিরোধিতা করে আল-হাথলুলের নিঃশর্ত মুক্তি দাবি করেছে৷

সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান ক্ষমতায় আসার পর একের পর এক নতুন আইন প্রণয়ন করেন৷ নারীদের গাড়ি চালাতে পারার আইনটিও ছিল তার অন্যতম৷ এছাড়া সিনেমা প্রদর্শন ও নির্মাণশিল্প প্রতিষ্ঠাসহ নানা ঐতিহাসিক সংস্কারমূলক কাজের অনুমতি দিয়েছে সৌদি।

ঢাকা টাইমস/১৪মার্চ/একে