মাস্টার্স কাপের চ্যাম্পিয়ন সুনামগঞ্জ সোনালী অতীত ক্লাব

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৪ মার্চ ২০১৯, ১৪:৪৭ | প্রকাশিত : ১৪ মার্চ ২০১৯, ১৪:৪৪

সম্প্রতি সিলেট বিভাগীয় চারটি জেলা এবং প্রবাসীদের নিয়ে গড়া ফুটবল দলকে নিয়ে প্রথম বারের মতো মাঠে গড়ায় মাস্টার্স কাপ ফুটবল টুর্নামেন্ট। এই টুর্নামেন্টে যোগ দেন যুক্তরাষ্ট্র, ফ্রান্স,কানাডা কাতারসহ বিভিন্ন দেশের প্রবাসী ফুটবলাররা।

কুশিয়ারা ইন্টারন্যাশনাল কনভেনশন হল সিলেট’র ব্যবস্থাপনায় ও জেলা ক্রীড়া সংস্থার তত্বাবধানে আয়োজিত এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয় সুনামগঞ্জ সোনালী অতীত ক্লাব।

টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয়েছেন নামকরা সাবেক ফুটবলার এবং লন্ডন প্রবাসী ব্যবসায়ী সাব্বির আহমেদ চৌধুরী।

৪০ উর্ধ্বদের জন্য আয়োজিত এই টুর্নামেন্টে খেলতে এসে পুরোনো দিনে হারিয়ে গিয়েছেন এক সময়ের মাঠ মাতানো তারকা ফুটবলাররা। তাদেরই একজন বলেন, ‘আমার মনে হয় আমি ঠিক আগের ১৮-১৯ বছর বয়সে ফিরে এসেছি।’

আরেকজন অংশগ্রহণকারীর কথায়,‘একসময় তারা সিলেটের মাঠ কাঁপিয়েছে।আমি তাদের অংশ হতে পরে অনেক খুশি।’

পাশাপাশি টুর্নামেন্টটিকে আরও অনেক দূর এগিয়ে নিতে বিশ্বাসী তারা। তাদের মতে, ‘সবাই যদি আমাদের এই টুর্নামেন্টকে সাপোর্ট করেন এবং আপনারাও সহযোগিতা করেন তাহলে এই টুর্নামেন্ট আরও অনেক এগিয়ে যাবে।’

এই টুর্নামেন্টের সার্বিক সহযোগিতার নেতৃত্ব দিলেন সিলেটের স্থানীয় নেতারা। এবার সিনিয়ার দিয়ে হলেও ভবিষ্যতে উঠতি তরুণদের নিয়ে এই টুর্নামেন্ট আয়োজন করতে আশাবাদী তারা। তাদের মতে, শুধু এবার নয় সামনের দিকে এই টুর্নামেন্ট গুলোকে আরও সহযোগিতা করা হবে। সামনের দিকে তরুণরাও এই টুর্নামেন্টের অংশ হবে বলে আমরা মনে করি।’

দিনব্যাপী খেলায় অংশগ্রহণকারী দলসমূহ

০১. সোনালী অতীত ক্লাব (লাল দল), সিলেট।

০২. সোনালী অতীত ক্লাব (সবুজ দল), সিলেট।

০৩. সোনালী অতীত ক্লাব, সুনামগঞ্জ।

০৪. সোনালী অতীত ক্লাব, হবিগঞ্জ।

০৫. সোনালী অতীত ক্লাব, মৌলভীবাজার।

০৬. গ্রেটার সিলেট প্রাক্তন ফুটবলার এসোসিয়েশন ইউ.কে।

০৭. সিলেট জেলা ক্রীড়া লেখক সমিতি ফুটবল ক্লাব, সিলেট।

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এবার স্টয়েনিস-ওয়ার্নারকে বাদ দিয়ে অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ

প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে আইসিসির এলিট প্যানেলে সৈকত

শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের টেস্ট জেতা উচিত: সাকিব

শান্তর অধিনায়কত্ব নিয়ে এবার যা বললেন সাকিব

অবসর নিয়ে এবার যা জানালেন মেসি

বিশ্বকাপে হেরে আত্মহত্যার কথা ভেবেছিলেন রিচার্লিসন!

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা

সিলেট টেস্টে ৮ উইকেট নেওয়া বোলারকে চট্টগ্রাম টেস্টে পাচ্ছে না শ্রীলঙ্কা

আইপিএলে হায়দরাবাদ-মুম্বাইয়ের ৫২৩ রানের ম্যাচে রেকর্ডবুকে তোলপাড়

ডি মারিয়াকে হত্যার হুমকি দেওয়া তিন দুর্বৃত্ত গ্রেপ্তার

এই বিভাগের সব খবর

শিরোনাম :