করদাতার সংখ্যা বাড়াতে চান অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৪ মার্চ ২০১৯, ১৪:৫১

দেশে করদাতার সংখ্যা বাড়াতে চান অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। আগামী বাজেটে এই অপবাদ থেকে জাতিকে মুক্তি দিতে চান বলে জানান তিনি।

বৃহস্পতিবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে অগ্রণী ব্যাংকের বার্ষিক সম্মেলন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

অর্থমন্ত্রী বলেন, ‘দেশের উন্নয়নে ট্যাক্সের পরিধি আরও বাড়াতে হবে। আমাদের দেশে যারা ট্যাক্স দেন, তারাই বারবার ট্যাক্স দেন। নতুন করে ট্যাক্সের আওতায় আসার উপযোগী অনেক মানুষ এই তালিকার অন্তর্ভুক্ত হচ্ছেন না। তাই আগামী বাজেটে আমি এই অপবাদ থেকে জাতিকে মুক্তি দিতে চাই।’

অনুষ্ঠানে বাংলাদেশের ব্যাংকিং ও আর্থিক খাত এই মুহূর্তে সবচেয়ে বেশি বিপদের মুখোমুখি বলেও মন্তব্য অর্থমন্ত্রী। তিনি বলেন, ‘পৃথিবীর প্রত্যেক দেশেই কম বেশি দুর্নীতি রয়েছে। বাংলাদেশও তার ব্যতিক্রম নয়। তবে এই মুহূর্তে বাংলাদেশের ব্যাংকিং ও আর্থিক খাত সবচেয়ে বেশি বিপদের মুখোমুখি।’

মুস্তফা কামাল বলেন, ‘এখন যেভাবে চলছে এভাবে চললে কোনো দেশের উন্নয়ন সম্ভব নয়। স্বল্পমেয়াদী আমানত গ্রহণ করে দীর্ঘমেয়াদী ঋণ দেওয়া যেতে পারে না। এর মাধ্যমে যারা উন্নয়নের চিন্তা যারা করেনি তারা বোকার রাজ্যে রয়েছেন। সেজন্য সরকারের পক্ষ থেকে বন্ড ব্যবস্থা গ্রহণ করা হবে। আর প্রাণ গ্রুপের মাধ্যমে এই ব্যবস্থার উদ্বোধন বরা হবে।’

অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শামসুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির। এছাড়াও ছিলেন অর্থ মন্ত্রণালয়ের অর্থসচিব আব্দুর রউফ তালুকদার, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব আসাদুল ইসলাম, বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র সিরাজুল ইসলাম, অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান প্রমুখ।

অগ্রণী ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়, আমানত, ঋণ, পরিচালন মুনাফা, নিট মুনাফা, আমদানি, রপ্তানি ও রেমিট্যান্স প্রবৃদ্ধি অর্জন করেছে ব্যাংকটি। ২০১৮ সালে অগ্রণী ব্যাংক থেকে ১২৭ কোটি টাকার ঋণ অবলোপন করা হয়েছে। একই সময়ে লোকসানি শাখার সংখ্যা দাঁড়িয়েছে ২১টি। বছর শেষে ব্যাংকটির শ্রেণীকৃত ঋণের পরিমাণ ৫৭৫১ কোটি টাকায় দাঁড়িয়েছে।

ঢাকাটাইমস/১৪মার্চ/আরএ/এমআর

সংবাদটি শেয়ার করুন

অর্থনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অর্থনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :