টেকনাফে সাড়ে ৪ লাখ পিস ইয়াবা উদ্ধার

প্রকাশ | ১৪ মার্চ ২০১৯, ১৫:২০ | আপডেট: ১৪ মার্চ ২০১৯, ১৮:০৬

টেকনাফ প্রতিবেদক, ঢাকাটাইমস

সেন্টমার্টিনের দক্ষিণ বঙ্গোপসাগর থেকে সাড়ে ৪ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড। 

কোস্টগার্ড টেকনাফ স্টেশনের লেফটেন্যান্ট কমাণ্ডার রায়হান তারিক বলেন, বৃহস্পতিবার ভোর রাতে সেন্টমার্টিন দক্ষিন বঙ্গোপসাগর দিয়ে মিয়ানমার থেকে একটি ট্রলার বাংলাদেশের দিকে আসার পথে কোস্টগার্ডের টহলদল থামার সংকেত দেয়। ট্রলারটি না থেমে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে কোস্টগার্ড সদস্যরা পিছু ধাওয়া করে।

এক পর্যায়ে পলিথিন মোড়ানো একটি বস্তা পানিতে ফেলে ট্রলারটি মিয়ানমারের সীমানায় ঢুকে পড়েন। এতে কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন। 

পরে ফেলে যাওয়া বস্তাটি উদ্ধার করে ৪ লাখ ৫৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। উদ্ধার ইয়াবা সমূহ কোস্টগার্ড টেকনাফ স্টেশন অফিসে রাখা হয়েছে।

পরর্বতীতে এ ব্যাপারে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন তিনি।

ঢাকাটাইমস/১৪মার্চ/ওআর