ইউরোপের সর্ববৃহৎ হাসপাতাল নির্মাণ তুরস্কের

প্রকাশ | ১৪ মার্চ ২০১৯, ১৫:৩৭

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস

ইউরোপের সবচেয়ে বড় হাসপাতাল নির্মাণ করেছে তুরস্ক। দেশটির রাজধানী আঙ্কারায় বৃহস্পতিবার হাসপাতালটির উদ্বোধন করবেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। খবর আনাদুলু এজেন্সির। 

হাসপাতালের সম্পূর্ণ কাজ শেষ হতে আরও সময় লাগবে। নির্মাণকাজ শেষ হলে এটি হবে বিশ্বের তৃতীয় বৃহৎ হাসপাতাল। হাসপাতালের বেড সক্ষমতা থাকবে ৩ হাজার ৬৩৩টি। এছাড়া ১৩১টি অপারেশন কক্ষ এবং ৯০৪টি বহিরাগত চিকিৎসাকেন্দ্র থাকবে।

দি বিলকেন্ট সিটি হসপিটাল নামের ওই হাসপাতাল দৈনিক ৩০ হাজার রোগী গ্রহণ করতে পারবে এবং আট হাজার রোগীকে জরুরী সেবা দিতে পারবে। হাসপাতালটিতে তুরস্কের সবচেয়ে ল্যাবরেটরি স্থাপিত হবে। এছাড়া থাকবে দুটি হেলিপ্যাড।

ঢাকা টাইমস/১৪মার্চ/একে