ময়মনসিংহের ১১ উপজেলায় প্রতীক বরাদ্দ

প্রকাশ | ১৪ মার্চ ২০১৯, ১৬:০৭

ময়মনসিংহ প্রতিবেদক, ঢাকাটাইমস

পঞ্চম উপজেলা পরিষদের চতুর্থ ধাপের নির্বাচনে ময়মনসিংহের ১২ উপজেলার মধ্যে ১১ উপজেলায় প্রতীক বরাদ্দ বরাদ্দ দেয়া হয়েছে।

তবে গফরগাঁও উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় ওই উপজেলায় কোনো প্রতীক বরাদ্দ হয়নি।

বাকী উপজেলায় দুপুরের পর থেকেই প্রচারণা শুরু করে প্রার্থীরা।

বৃহস্পতিবার  সংশ্লিষ্ট এলাকার ১১ উপজেলার দুই রিটার্নিং কর্মকর্তা প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করেন।

উপজেলা গুলো হচ্ছে ময়মনসিংহ সদর, ধোবাউড়া, হালূয়াঘাট, ঈশ্বরগঞ্জ, ফুলপুর, গৌরীপুর, নান্দাইল, মুক্তাগাছা, ফুলবাড়িয়া, ভালুকা ও ত্রিশাল।

এসব উপজেলার মধ্যে ময়মনসিংহ সদরে আওয়ামী লীগ মনোননিত আশরাফ হোসাইন, ফুলবাড়িয়া থেকে নৌকার মনোনীত প্রার্থী আব্দুল মালেক সরকার মালকি, হালুয়াঘাটের মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্ণা ঘোষ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

১১ উপজেলায় সর্বমোট চেয়ারম্যান পদে ৩৪,  ভাইস চেয়ারম্যান পদে ৭৪ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩৮ জন প্রতীক পেয়েছেন।

আগামী ৩১ মার্চ চতুর্থ ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে এসব প্রার্থীরা প্রতিদ্বন্দ্বীতা করবেন।

ঢাকাটাইমস/১৪মার্চ/ওআর