এনামুলের সেঞ্চুরিতে প্রাইম ব্যাংকের জয়

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৪ মার্চ ২০১৯, ১৬:২০

এনামুল হক বিজয়ের সেঞ্চুরিতে লিজেন্ডস অব রূপগঞ্জকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। ফলে চলমান ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটে (ডিপিএল) রূপগঞ্জকে প্রথম হারের স্বাদ দিল এনামুলের নেতৃত্বে দলটি।

বৃহস্পতিবার বিকেএসপিতে প্রথমে ব্যাট করা রূপগঞ্জ মাত্র ১৬৩ রানে গুটিয়ে যায়। জবাবে ৯ উইকেট হারিয়ে ও ১১১ বল বাকি থাকতে জয়ে পৌঁছে যায় প্রাইম ব্যাংক।

সহজ টার্গেটে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতেই ১২৫ রানে তোলেন দুই ওপেনার এনামুল ও রুবেল মিয়া। রুবেল ৬১ বলে ৪টি চারের সাহায্যে ৪৪ করে নাবিল সামাদের বলে তাকেই ক্যাচ দিয়ে বিদায় নেন। তবে এদিন নেতৃত্বের ভার একাই কাঁধে তুলে নেন বিজয়। কিছুটা আক্রমণাত্মক ব্যাটিং করে তুলে নেন লিস্ট ‘এ’ ক্যারিয়ারে নিজের দশম সেঞ্চুরি।

ভারতীয় ব্যাটসম্যান সুদীপ চ্যাটার্জির সঙ্গে আরও ৪১ রান যোগ করে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন অধিনায়ক বিজয়। তিনি ১১১ বলে ১২টি চার ও ২টি ছক্কায় বরাবর ১০০ রানের হার না মানা ইনিংস খেলেন।

টসে হেরে এর আগে প্রথমে ব্যাট করতে নেমে রীতিমতো প্রাইম ব্যাংক বোলারদের তোপের মুখে পড়ে রূপগঞ্জ ব্যাটসম্যানরা। ওপেনার এবং আগের ম্যাচের সেঞ্চুরিয়ান মোহাম্মদ নাঈম ও জাকের আলী ছাড়া সেভাবে কেউই দাঁড়াতে পারেননি। সাঈম ৪৩ বলে ৮টি চার ও একটি ছক্কায় ৫২ রানের ইনিংস খেলেন। এছাড়া জাকেরের ব্যাট থেকে আসে ৪৭ রান।

প্রাইম ব্যাংক বোলারদের মধ্যে মোহোর শেখ, আল-আমিন হোসেন, আরিফুল হক, আব্দুর রাজ্জাক ও অলক কাপালি দুটি করে উইকেট তুলে নেন।

এ জয়ে আবার পয়েন্ট টেবিলের দুইয়ে উঠে এলা প্রাইম ব্যাংক। ৩ ম্যাচে দুটি জয়ের বিপরীতে তারা হেরেছে একটিতে। অন্যদিকে হেরে পাঁচে নেমে গেছে রূপগঞ্জ। (ঢাকাটাইমস/১৪মার্চ/এইচ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

জিম্বাবুয়ে সিরিজের শুরুতে মুস্তাফিজের খেলা নিয়ে যা জানাল বিসিবি

যে কারণে বাংলাদেশের প্রাথমিক দলে নেই সাকিব-মুস্তাফিজ

আইসিসির আন্তর্জাতিক প্যানেলে যুক্ত হলেন বাংলাদেশি আম্পায়ার মোর্শেদ

বড় চমক রেখে জিম্বাবুয়ে সিরিজের জন্য বাংলাদেশের প্রাথমিক দল ঘোষণা

টি-টোয়েন্টি সিরিজ খেলতে সিলেটে পৌঁছেছে হারমানপ্রীত-স্মৃতি মানদানারা

তীব্র গরমে ফ্লাডলাইটে ফুটবল ম্যাচের সিদ্ধান্ত

জাতীয় দলে ফেরা নিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানালেন সুনীল নারিন

 হাথুরুর সঙ্গে নির্বাচকদের বৈঠক সম্পন্ন, আলোচনা হলো যা নিয়ে

মুস্তাফিজের আইপিএল ছাড়া নিয়ে যা বললেন চেন্নাই কোচ

ঢাকায় পৌঁছেছেন টাইগারদের নতুন কোচ

এই বিভাগের সব খবর

শিরোনাম :