‘বিশ্বকাপে কোনও দলই ফেভারিট নয়’

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৪ মার্চ ২০১৯, ১৭:৫৯

বিশ্বকাপে যে কোনও দলই চমকে দিতে পারে বলে মনে করছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি।আসন্ন বিশ্বকাপে কোনও দলকেই ফেভারিট মানছেন না তিনি। ইংল্যান্ডে হতে চলা বিশ্বকাপে যে কোনও দলই হিসেব উল্টে-পাল্টে দিতে পারে বলে মনে করছেন তিনি।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের পর একদিনের সিরিজও হেরেছে ভারত। বুধবার ফিরোজ শাহ কোটলায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজের নির্ধারণী ম্যাচে ৩৫ রানে হেরেছে ভারত। সেই হার ভারতের বিশ্বকাপ অভিযান নিয়ে জন্ম দিয়েছে একগুচ্ছ প্রশ্নের। কোহালি তার পরই বিশ্বকাপ নিয়ে বলেছেন, ‘কোনও দলই বিশ্বকাপে ফেভারিট হিসেবে শুরু করছে বলে মনে হয় না। প্রত্যেক দলই বিপজ্জনক। দেখুন না ওয়েস্ট ইন্ডিজ এখন কেমন খেলছে। বিশ্বকাপে ওরাও ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। কারণ ওদের দলে দারুণ ভারসাম্য।’

বাকি দলগুলো সম্পর্কে কোহালি বলেছেন, ‘ইংল্যান্ড খুব শক্তিশালী দল। অস্ট্রেলিয়াকেও ভারসাম্যযুক্ত দেখাচ্ছে। নিউজিল্যান্ড ভাল দল। নিজের দিনে পাকিস্তানও যে কোনও দলকে হারানোর ক্ষমতা ধরে। আর আমরাও দল হিসেবে শক্তিশালী। বিশ্বকাপে তাই প্রত্যেক দলই বিপক্ষের কাছে আতঙ্ক হয়ে ওঠার ক্ষমতা ধরে। কেউ যদি একবার ছন্দ পেয়ে যায়, তবে সেই দলকে থামানো খুব মুশকিল।’

তবে বিশ্বকাপে যে অনেক উত্থান-পতন ঘটবে, তা আগাম জানিয়ে দিয়েছেন ভারত অধিনায়ক। কোহালি বলেছেন,‘ ছন্দে থাকা দলও সেমিফাইনালে ছিটকে যেতে পারে। সেই নির্দিষ্ট দিনে আরও সাহসী কোনও দল হারাতে পারে ছন্দে থাকা দলকে। যারা কিনা জিততে আরও মরিয়া থাকবে। দল হিসেবে মেলে ধরতে আরও প্রতিজ্ঞাবদ্ধ থাকবে।’

(ঢাকাটাইমস/১৪মার্চ/এইচ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :