ভোটে নেমে প্রশ্নের মুখে দুই নায়িকা

বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ১৪ মার্চ ২০১৯, ১৯:২১ | প্রকাশিত : ১৪ মার্চ ২০১৯, ১৯:১৯

সামনেই ভারতের লোকসভা নির্বাচন। সেই লক্ষ্যে মঙ্গলবার তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ করেন দলের সভাপতি ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। সেখানে চমক হিসেবে ঘোষণা করা হয় টলিউডের দুই নায়িকা নুসরাত জাহান ও মিমি চক্রবর্তীর নাম। এর মধ্যে নুসরাতকে বশিরহাটে এবং মিমিকে যাদবপুরে তৃণমূলের প্রার্থী করা হয়েছে।

নাম ঘোষণা হওয়ার পর থেকে শুভেচ্ছার বন্যায় ভাসছেন দুই নায়িকা। তেমনি পড়তে হয়েছে প্রশ্নের মুখেও। রাজনীতির মাঠে মিমি ও নুসরাত দুজনেই নতুন। চেনামহলে নুসরাতের রাজনৈতিক চিন্তাধারা নিয়ে একটু আধটু সুনাম থাকলেও মিমির সেই বালাই নেই। তাই বারবারই সবাই একটা প্রশ্নই করছেন, জণগনের কল্যানে কতটা সময় দিতে পারবেন তারা?

এমন প্রশ্ন সামনে আসার পর চুপ করে থাকেননি দুই নায়িকা। দিয়েছেন মোক্ষম জবাব। বৃহস্পতিবার বশিরহাটে প্রথম দিনের প্রচার চালান নুসরাত। সেখানে তিনি বলেন, ‘যিনি সংসার সামলান তাকে বলে গৃহকর্ত্রী, আমরা অভিনয় করি তাই অভিনেত্রী। দিদি (মমতা বন্দোপাধ্যায়) রাজনৈতিক নেত্রী। সবখানেই নেত্রী শব্দ রয়েছে। অভিনয়ের পাশাপাশি আমি বাড়ি সামলাই, এবার এই দায়িত্বও সামলাতে পারব।’

তিনি আরও বলেন, ‘অভিনয় জগতে কারও হাত ধরে আসিনি। দর্শকের ভালোবাসাতেই সুপারস্টার তকমা পেয়েছি। আশা করছি, রাজনীতির মাঠেও সবার ভালোবাসা ও সহযোগিতা পাব। সিনেমা মুক্তির আগে যেভাবে জান লড়িয়ে প্রচার করি, ভোটের ক্ষেত্রেও তাই করব। যারা ট্রোলিং করছেন তাদের একটা উপদেশই দেব, অন্যকে ছোট করে নিজে কখনও বড় হওয়া যায় না। নারীদের সম্মান করতে শিখুন।’

একই সুর মিমির কণ্ঠেও। বৃহস্পতিবার আমতলায় প্রথম কর্মীসভায় নায়িকা বলেন, ‘আমার মূল উদ্দেশ্য হল মানুষের পাশে দাঁড়ানো। যারা ট্রোলিং করছেন, তাদের একটা কথাই বলব, আমাদের দলে প্রচুর অভিনয়শিল্পী ও গায়ক আছেন। হয়তো আমাদের দর্শক একটু বেশি চেনেন। কিন্তু সবার আগে নারীদের সম্মান করতে শিখুন। তাদের পাশে দাঁড়ান। দেখবেন অনেক ভালো থাকবেন।’

তৃণমূল থেকে ঘোষিত প্রার্থী তালিকায় রয়েছেন আরও পাঁচ অভিনয়শিল্পী। এর মধ্যে ঘাটালে নায়ক দেব, আসানসোলে মুনমুন সেন, হাওড়ায় প্রসুন বন্দ্যোপাধ্যায়, বীরভূমে শতাব্দী রায় এবং বালুরঘাটে অর্পিতা ঘোষ। এই পাঁচজনই তৃণমূলের পুরনো প্রার্থী। ২০১৯ সালের লোকসভা নির্বাচনের জন্য প্রথমবারের মতো শুধু প্রার্থী করা হয়েছে মিমি ও নুসরাতকে।

ঢাকাটাইমস/১৪মার্চ/এএইচ

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :