১৮০০ সিসির ক্রুজার বাইক বাংলাদেশে (ভিডিও)

অটোমোবাইল প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৪ মার্চ ২০১৯, ১৯:৫৮

রাজধানীর কুড়িলের আর্ন্তজাতিক কনভেনশন সেন্টার বসুন্ধরায়(আইসিসিবি) আজ থেকে শুরু হয়েছে তিন দিনের অটোমোটিভ শো। এই শোয়ের অন্যতম চমক সুজুকির একটি ক্রুজার বাইক। এটি ১৮০০ সিসির। মডেল ‘সুজুকি বউলিভার্ড এম১০৯আর।

ক্রুজার বাইকটিতে শক্তিশালী ভি-টুইন ইঞ্জিন ব্যবহৃত হয়েছে। এটি দেখতে আকর্ষণীয়। প্রদর্শনীতে আগতরা এই বাইককে ঘিরে সেলফি উৎসবে মেতেছে। সকালে প্রদর্শনী উদ্বোধন শেষে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনও বাইকটি দেখতে আসেন। বাংলাদেশে এই ধরনের বাইক এবারই প্রদর্শিত হলো।

১০৯ কিউবিক ইঞ্চির বাইকটির ইঞ্জিনে ১৭৮৩ সিসি পাওয়া যাবে। এটি লিকুইড কুলড ইঞ্জিনের। এর অন্যতম ফিচার হলো এটি চেইন ড্রাইভেন বাইক নয়। ইঞ্জিনের শক্তি একটি শ্যাফটারের মাধ্যমে পেছনের চাকায় স্থানান্তরিত হয়।

বাইকটিতে অন্যনতা দিয়েছে এর ডুয়েল এক্সহস্ট সিস্টেম। এছাড়াও এর সিটিং পজিশন, ফুয়েল ট্যাংক এবং থ্রটলেও নৈপুণ্যতা রয়েছে। এটি হ্যান্ডেলবার দেবে আদর্শ ক্রুজার বাইকের স্বাদ।

তবে এটি চালানোর খেঁদ মনে রয়েই যাবে। কেননা এই দেশে ১৬৫ সিসির বেশি ইঞ্জিনের বাইক চালানোর অনুমতি নেই।

যদি মনোলোভা সুজুকির ক্রুজার বাইকটি দেখতে চান হবে আইসিবির চার নম্বর হলে আপনাকে ঢুঁ মারতে হবে। প্রদর্শনী চলবে ১৬ মার্চ পর্যন্ত।

ভিডিওতে দেখুন বাইকটির বিস্তারিত

(ঢাকাটাইমস/১৪মার্চ/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :