দুই অফরোড বাইক আনল ইয়ামাহা (ভিডিও)

অটোমোবাইল প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৪ মার্চ ২০১৯, ২০:১২

আজ থেকে রাজধানীর কুড়িলের বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটিতে শুরু হয়েছে তিন দিনের অটোমোটিভ শো। এই শোতে নতুন দুই মডেলের অফরোড বাইক প্রদর্শন করছে ইয়ামাহা। এগুলো হলো-ইয়ামাহা এক্সটিজেড-১২৫ এবং এক্সটিজেড ১৫০।

বাইক দুটির দাম এখনো ঘোষণা করা হয়নি। মাস দুয়েক পরে এর দাম ঘোষণা করে বিক্রি করা হবে।

এক্সটিজে-১২৫ মডেলের বাইকটিতে রয়েছে ১২৪ সিসির ফোর স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডারের ইঞ্জিন। এতে ৯.২ কিলোওয়াট হর্স পাওয়ার এবং ১১.৬ নিউটন মিটার টর্ক পাওয়া যাবে। বাইকটির উভয় চাকায় রয়েছে স্পোক রিম। তবে এতে ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে।

অন্যদিকে ইয়ামাহা এক্সটিজেড-১৫০ মডেলে আছে ১৪৯.৩ সিসির সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুলড ইঞ্জিন। এই ইঞ্জিনে ১২.২ কিলোওয়াট হর্স পাওয়ার এবং ১২.৪ নিউটন মিটার টর্ক পাওয়া যাবে। বাইকটির উভয় চাকা স্পোকের। দু’চাকায়ই ডিস্ক ব্রেক রয়েছে।

(ঢাকাটাইমস/১৪মার্চ/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :