৫৮৩ জনকে নিয়োগ দেবে ফায়ার সার্ভিস

প্রকাশ | ১৪ মার্চ ২০১৯, ২০:৩৯ | আপডেট: ১৪ মার্চ ২০১৯, ২০:৪৬

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ফায়ার সর্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর। বিজ্ঞপ্তি অনুযায়ী ২ পদে মোট ৫৮৩ জনকে নিয়োগ দেয়া হবে। সকল জেলা থেকে শুধুমাত্র অবিবাহিত পুরুষ প্রর্থীরাই পদ গুলোতে আবেদন করতে পারবেন।

পদের নাম ও সংখ্যা: ফায়ারম্যান (পুরুষ) ৫৭২ টি, ডুবুরি (পুরুষ) ১১টি।

যোগ্যতা: মাধ্যমিক অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি ন্যূনতম। বুকের মাপ ৩২ ইঞ্চি ন্যূনতম। শারীরিক গঠন ত্রটিমুক্ত হতে হবে।

বেতন: ৮ হাজার ৮০০ টাকা থেকে ২১ হাজার ৩১০ টাকা

বয়স: ১ মার্চ ২০১৯ তারিখে সর্বনিম্ন ১৮ এবং সর্বোচ্চ ৩০ বছর। মুক্তিযোদ্ধার সন্তান এবং প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর। তবে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার নাতি-নাতনিদের জন্য ৩০ বছর।

আবেদন প্রক্রিয়া: অনলইনে www.fscd.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে হবে।

আবেদনের সময়সীমা: ১৫ মার্চ ২০১৯ সকাল ১০ টা থেকে ২৭ মার্চ ২০১৯ বিকাল ৫ টা পর্যন্ত।

ঢাকাটাইমস/১৪মার্চ/আরএস/ইএস