যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট

বাংলাদেশের সংসদ নির্বাচন সুষ্ঠু হয়নি

প্রকাশ | ১৪ মার্চ ২০১৯, ২২:০৯ | আপডেট: ১৪ মার্চ ২০১৯, ২৩:১৬

ঢাকাটাইমস ডেস্ক

গত বছরের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি মর্মে দাবি করা হয়েছে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের এক প্রতিবেদনে।

২০১৮ সালের মানবাধিকার নিয়ে তৈরি প্রতিবেদনটি গতকাল বুধবার প্রকাশ করা হয়।

প্রতিবেদনে বলা হয়, ‘গত ডিসেম্বরের সাধারণ নির্বাচনে তৃতীয়বারের মতো জয়লাভ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ। কিন্তু এই নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু বলে বিবেচনা করা হচ্ছে না। ভোটবাক্সে ব্যালট ভরা, বিরোধী দলের পোলিং এজেন্ট ও সাধারণ ভোটারদের হুমকি দেওয়াসহ নানা অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।’

নির্বাচনী প্রচারণার সময় অনেক বিরোধী প্রার্থীকে হয়রানি, গ্রেপ্তার ও তাদের ওপর সহিংসতার তথ্য পাওয়া গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। বলা হয়, বিরোধী দলের অনেক প্রার্থী ও তাদের সমর্থকদের পক্ষে স্বাধীনভাবে নির্বাচনী প্রচার চালানো সম্ভব হয়নি।

নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়েও মন্তব্য করা হয় যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের প্রতিবেদনে। তাতে বলা হয়, ‘কর্তৃপক্ষ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর নিয়ন্ত্রণ আরোপ করেছিল।  সারা দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর  নির্যাতন ও হত্যার অভিযোগের ক্ষেত্রে সরকার খুব কমই পদক্ষেপ নিয়েছে।’

(ঢাকাটাইমস/১৪মার্চ/মোআ)