হামলার পর দোয়া চেয়ে মুশফিকের বার্তা

প্রকাশ | ১৫ মার্চ ২০১৯, ০৮:৪৮ | আপডেট: ১৫ মার্চ ২০১৯, ০৮:৫০

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে একটি মসজিদে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এতে ছয়জন নিহতের খবর পাওয়া গেছে। অল্পের জন্য রক্ষা পেয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়েরা। হামলার পর মুশফিকুর রহিম সবার কাছে দোয়া চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন।

হামলার পর ফেসবুকে মুশফিক লিখেন, ক্রাইস্টচার্চে  মসজিদের গোলাগুলি থেকে আল্লাহ আমাদের রক্ষা করেছেন।আমরা খুবই ভাগ্যবান ছিলাম । আল্লাহকে ধন্যবাদ। আমরা খুব ঘটনার খুব কাছে ছিলাম এবং এই জিনিসগুলো আর অনুভব করতে চাই না। আমাদের জন্য প্রার্থনা করবেন।’

উল্লেখ্য, দেশটির স্থানীয় সময় বেলা দেড়টার দিকে ক্রাইস্টচার্চের হেগলি ওভাল মাঠের খুব কাছের আল নূর মসজিদে একজন বন্দুকধারী মুসল্লিদের ওপর গুলি চালায়। এরপর জানালার কাঁচ ভেঙে হামলাকারী পালিয়ে যায়।

(ঢাকাটাইমস/১৫ মার্চ/এইচএ)