ক্রাইস্টচার্চে হামলার পর শেষ টেস্ট বাতিল

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৫ মার্চ ২০১৯, ১০:৪৬ | প্রকাশিত : ১৫ মার্চ ২০১৯, ১০:৪১

ক্রাইস্টচার্চে মসজিদে বন্দুকধারীর হামলার পর বাতিল করা হয়েছে বাংলাদেশ এবং নিউজিল্যন্ডের মধ্যেকার তৃতীয় এবং শেষ টেস্ট। এক টুইট বার্তার মাধ্যমে ক্রিকেট নিউজিল্যান্ড জানিয়েছে, দুই বোর্ডের যৌথ আলোচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দেশটির স্থানীয় সময় বেলা দেড়টার দিকে ক্রাইস্টচার্চের হেগলি ওভাল মাঠের খুব কাছে অবস্থিত আল নূর মসজিদে এই হামলার ঘটনা ঘটে। ইতিমধ্যে ওই সন্ত্রাসী হামলায় ২৭ জন নিহতের খবর পাওয়া গেছে।

এতে অল্পের জন্য রক্ষা পেয়েছেন তামিম ইকবাল, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলামসহ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বেশ কয়েকজন খেলোয়াড়। আপাতত ক্রাইস্টচার্চের টিম হোটেলে আছে বাংলাদেশ দল। খুব দ্রুতই দেশে ফিরিয়ে আনা হবে তাদের।

(ঢাকাটাইমস/১৫ মার্চ/এইচএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :