আরও ১১ প্রেক্ষাগৃহে ‘যদি একদিন’

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইম
 | প্রকাশিত : ১৫ মার্চ ২০১৯, ১২:০৪

দ্বিতীয় সপ্তাহে এসে আজ শুক্রবার সারা দেশের আরও ১১টি প্রেক্ষাগৃহে মুক্তি পেল ‘যদি একদিন’ ছবিটি। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক মোহাম্মদ মোস্তফা কামাল রাজ। আরও জানান, ছবিটি মুক্তির পর থেকেই তিনি ও এর অভিনয়শিল্পীরা প্রশংসায় ভাসছেন।

ঢাকাসহ দেশের ২২টি প্রেক্ষাগৃহে ‘যদি একদিন’ মুক্তি পেয়েছিল গত ৮ মার্চ বিশ্ব নারী দিবস উপলক্ষে। প্রথম সপ্তাহ বেশ প্রশংসা নিয়ে অতিক্রম করেছে ছবিটি। বেড়েছে দর্শক চাহিদাও। তাই দ্বিতীয় সপ্তাহে নতুন ১১ প্রেক্ষাগৃহে মুক্তি দেয়া হয়েছে ছবিটি। আজ শুক্রবার থেকে মোট ৩৩টি প্রেক্ষাগৃহে চলবে ‘যদি একদিন’।

এ প্রসঙ্গে পরিচালক রাজ বলেন, ‘যদি একদিন’ মুক্তির পর চারদিক থেকেই দারুণ সাড়া পাচ্ছি। এছাড়া পাচ্ছি প্রশংসা ও সবার ভালোবাসা। অনেক দর্শক তাদের অঞ্চলে ছবিটি মুক্তি পায়নি বলে মন খারাপও করেছেন। তাই এ সপ্তাহে যতটা সম্ভব হল সংখ্যা বাড়ানো হয়েছে।’

ছবির প্রধান তিনটি চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের তাহসান রহমান খান, তাসকিন রহমান এবং কলকাতার শ্রাবন্তী চট্টোপাধ্যায়। শিশুশিল্পী হিসেবে নজর কেড়েছেন রাইসা। ছবিটি যারা দেখছেন তারাই প্রশংসা করছেন। মুক্তির আগে ছবির অভিনয়শিল্পীরা প্রচারণা চালালেও মুক্তির পর দর্শকরাই এর প্রচারণা চালাচ্ছেন।

এদিকে শিগগির অস্ট্রেলিয়া-কানাডা-আমেরিকায় মুক্তি পেতে যাচ্ছে ‘যদি একদিন’। এর মধ্যে কানাডায় মুক্তি পাবে ২২ মার্চ, অস্ট্রেলিয়াতে ৩১ মার্চ এবং আমেরিকায় এপ্রিলের প্রথম সপ্তাহে। এসব জানিয়েছেন পরিচালক মোস্তফা কামাল রাজ। এরপর ফ্রান্স ও আয়ারল্যান্ডেও ছবিটি মুক্তি দেয়ার প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।

এটি গায়ক ও অভিনেতা তাহসানের প্রথম ছবি। এ ছবির মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয়েছে তার। তার বিপরীতে শ্রাবন্তীও প্রথমবারের মতো। ‘ঢাকা অ্যাটাক’ খ্যাত তাসকিনেরও তাই।

তবে শ্রাবন্তী এর আগে বাংলাদেশি নায়কের সঙ্গে অভিনয় করেছেন। ২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘শিকারি’ এবং ২০১৮ সালের ‘ভাইজান এলো রে’ ছবি দুটিতে তাকে শাকিব খানের বিপরীতে দেখা গেছে।

ঢাকাটাইমস/১৫মার্চ/এএইচ

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বিনোদন এর সর্বশেষ

তৃতীয় মৃত্যুবার্ষিকী: মিনা পাল থেকে যেভাবে তিনি হয়ে উঠেছিলেন কবরী

শিল্পী সমিতির নির্বাচনে ভোটার ছাড়া প্রবেশ নিষেধ, থাকবে মোবাইল কোর্ট

নির্মাতা হিরণের আকস্মিক মৃত্যুতে অপমৃত্যু মামলা

বাইকে বসে গুলি চালানো হয় সালমান খানের বাড়িতে! ভিডিও প্রকাশ

নিউইয়র্কে প্রদর্শিত হবে ইভান মনোয়ারের শর্ট ফিল্ম ‘প্যাসেঞ্জার’

‘লিপস্টিক’ ছবিটি দর্শকের মন জয় করবে: পূজা চেরি

ইস্কাটনে দরজা ভেঙে মৃত অবস্থায় পাওয়া গেল ‘আদম’ সিনেমার পরিচালককে

নির্মাতা রাজকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদলেন চয়নিকা! কেন?

রামচরণকে ডক্টরেট সম্মাননা দিল চেন্নাইয়ের বিশ্ববিদ্যালয়

বারবার খুনের হুমকি, এবার সালমান খানের বাড়ির সামনে চলল গুলি!

এই বিভাগের সব খবর

শিরোনাম :