সুপ্রিম কোর্ট বারের সভাপতি আমিন, সম্পাদক খোকন

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৫ মার্চ ২০১৯, ২০:৪১ | প্রকাশিত : ১৫ মার্চ ২০১৯, ১২:৩৪

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (২০১৯-২০) নির্বাচনে সভাপতি পদে জয় পেয়েছেন এ এম আমিন উদ্দিন। তিনি আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীদের মোর্চা সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ (সাদা) সমর্থিত প্রার্থী। নীল প্যানেলের প্রার্থী সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাবেক অ্যাটর্নি জেনারেল এজে মোহাম্মদ আলীকে পরাজিত করে সভাপতি নির্বাচিত হন তিনি।

আর সাধারণ সম্পাদক হয়েছেন এ এম মাহাবুব উদ্দিন খোকন। তিনি সুপ্রিমকোর্ট বারের টানা সাতবারের সাধারণ সম্পাদক। বিএনপিপন্থী আইনজীবীদের প্যানেল নীল দল থেকে এবারও নির্বাচন করেন তিনি। তিনি জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক। পাশাপাশি বিএনপির যুগ্ম মহাসচিব।

সমিতি ভবনের শফিউর রহমান মিলনায়তনে বুধবার ও বৃহস্পতিবার ভোটগ্রহণের পর শুক্রবার দুপুরে আইনজীবী সমিতির দক্ষিণ হলে ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা উপকমিটির আহ্বায়ক এ ওয়াই মশিউজ্জামান।

সংগঠনের ১৪টি পদের মধ্যে সভাপতি, সহ-সভাপতি, সহ-সম্পাদক ও তিনজন সদস্য নিয়ে মোট ছয়টি পদ পেয়েছে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেল।

আর বিএনপি সমর্থিত নীল প্যানেল সহ-সভাপতি, সম্পাদক, সহ-সম্পাদক, কোষাধ্যক্ষ ও চারজন সদস্যসহ মোট আটটি পদে জয় পেয়েছে।

আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আবু মোহাম্মদ আমীন উদ্দিন তিন হাজার ২২৫ ভোট পেয়ে সভাপতি হয়েছেন। তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় থাকা বিএনপি সমর্থিত প্রার্থী এ জে মোহাম্মদ আলী পেয়েছেন দুই হাজার ৪৪৩ ভোট।

বিএনপি সমর্থিত এ এম মাহবুব উদ্দিন খোকন তিন হাজার ৫৬ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী দুলাল পেয়েছেন দুই হাজার ৬৪৯ ভোট।

দুটি সহসভাপতি পদের একটিতে আওয়ামী লীগ সমর্থিত জসিম উদ্দিন (২৮৪৯ ভোট) এবং অন্যটিতে বিএনপি সমর্থিত আব্দুল বাতেন (২৮৫৬ ভোট) বিজয়ী হয়েছেন। কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন বিএনপি সমর্থিত ইমাম হোসেন (২৯৪৭ ভোট)।

সহসম্পাদকের দুটি পদের একটিতে আওয়ামী লীগ সমর্থিত কাজী শামসুল হাসান শুভ (২৭২৯ ভোট), অন্যটিতে বিএনপি সমর্থিত শরীফ ইউ আহম্মেদ (২৭২২ ভোট) বিজয়ী হয়েছেন।

এছাড়া কার্যনির্বাহী কমিটির সাতটি সদস্য পদে চারটিতে বিএনপি সমর্থিত প্রার্থী কাজী আখতার হোসাইন, মোহাম্মদ উসমান চৌধুরী, রাশিদা আলিম ঐশী ও সৈয়দা শাহীন আরা লাইলী জয়ী হয়েছেন।

আর তিনটিতে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আফিয়া আফরোজি রানী, চঞ্চল কুমার বিশ্বাস ও মো. শামীম সরদার নির্বাচিত হয়েছেন।

(ঢাকাটাইমস/১৫মার্চ/ওআর/এমআর/জেবি)

সংবাদটি শেয়ার করুন

আদালত বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আদালত এর সর্বশেষ

সাউথ এশিয়ান ল' ইয়ার্স ফোরাম ন্যাশনাল ও ইন্টারন্যাশনাল চ্যাপ্টারের দায়িত্ব পুনর্বণ্টন

আদেশ প্রতিপালন না হওয়ায় চট্টগ্রামের ডিসি এসপিসহ চার জনকে হাইকোর্টে তলব

১১ মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগের শুনানি ২৯ জুলাই

২৮ দিন পর খুলল সুপ্রিম কোর্ট

ব্যবসায়ী নাসিরের মামলা: পরীমনিকে আদালতে হাজির হতে সমন জারি

বোট ক্লাব কাণ্ড: পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন

সেই রাতে ৮৭ হাজার টাকার মদ খেয়েছিলেন পরীমনি, পার্সেল না দেওয়ায় তাণ্ডব

বোট ক্লাব কাণ্ড: প্রতিবেদন দিল পিবিআই, ব্যবসায়ী নাসিরের মামলায় ফেঁসে যাচ্ছেন পরীমনি?

ড. ইউনূসকে স্থায়ী জামিন দেননি শ্রম আপিল ট্রাইব্যুনাল

সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা: আসামিদের তিনদিনের রিমান্ড

এই বিভাগের সব খবর

শিরোনাম :