নিউজিল্যান্ডে মসজিদে নিহতদের মধ্যে দুইজন বাংলাদেশি

ঢাকাটাইমস ডেস্ক
| আপডেট : ১৫ মার্চ ২০১৯, ১৫:১৩ | প্রকাশিত : ১৫ মার্চ ২০১৯, ১২:৫৫

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে হ্যাগলি ওভাল মাঠের খুব কাছের দুটি মসজিদে সন্ত্রাসী হামলায় নিহতদের মধ্যে দুইজন বাংলাদেশি রয়েছেন। ভয়াবহ ওই হামলার ঘটনায় এখন পর্যন্ত ৪০ জন নিহতের খবর পাওয়া গেছে। হামলায় ৫০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। আহতদের মধ্যে দুইজন বাংলাদেশিও আছেন।

অস্ট্রেলিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম সুফিউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, গুলিবিদ্ধ বাংলাদেশিদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার বেলা দেড়টার দিকে জুমার নামাজের সময় ক্রাইস্টচার্চের আল নূর ও লিনউড মসজিদে করা হামলায় এখন পর্যন্ত ৪০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী।

নিহত দুই বাংলাদেশির মধ্যে একজনের নাম ডা. সামাদ আজাদ। অন্যজনের নাম হোসনা। তার স্বামীর নাম ফরিদ। তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। দুজনই ক্রাইস্টচার্চে বহু বছর ধরে বাস করছেন। এছাড়া আর কোনো বাংলাদেশি নাগরিক নিখোঁজ আছেন কিনা তাও জানা যায়নি।

ঢাকাটাইমস/১৫মার্চ/এমআর

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :