পাইলটের মুখে ক্রাইস্টচার্চে হামলার বর্ণনা (ভিডিও)

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৫ মার্চ ২০১৯, ১৭:৫৩ | প্রকাশিত : ১৫ মার্চ ২০১৯, ১৪:০৯

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে শুক্রবার দুপুর দেড়টার দিকে হ্যাগলি ওভাল মাঠের পাশে একটি মসজিদে সন্ত্রাসী হামলা হয়। এই ঘটনার সময় মসজিদের সামনেই ছিল বাংলাদেশ ক্রিকেট দলের বাস। কোনো মতে জীবন বাঁচিয়ে ঘটনার বর্ণনা দেন টাইগারদের টিম ম্যানেজার খালেদ মাসুদ পাইলট।

মসজিদ থেকে তখন ৫০ গজের মতো দূরে ছিল বাংলাদেশ দলের বাস। ঘটনার বর্ণনা দিয়ে পাইলট বলেন,‘এই ধরনের দুর্ঘটনা আমরা কেউই আশা করি না। কোনও দেশেই এমন ঘটনা যেন না ঘটে। আমরা সত্যিকার অর্থেই খুব ভাগ্যবান। বাসে আমরা ১৬-১৭ জন ছিলাম। ঘটনাস্থল থেকে আমরা ৫০ গজের মতো দূরে ছিলাম। আমরা ভাগ্যবান, ৩-৪ মিনিট আগে আমরা মসজিদে পৌঁছে গেলে অনেক বড় একটা ঘটনা ঘটে যেত। আমি শুকরিয়া আদায় করছি, আমরা খুব ভাগ্যবান বলেই বেঁচে গেছি।’

তার কথায়, ‘আমার মনে হচ্ছিল আমরা মুভি দেখছিলাম। বাসের মধ্যে থেকে দেখছিলাম, রক্তাক্ত অবস্থায় অনেকে বেরিয়ে আসছে। বেশ কিছু মানুষ বেড়িয়ে আসতে পেরেছে। প্রায় ৮/১০ মিনিট আমরা বাসের মধ্যেই ছিলাম। ওখানে সবাই মাথা নিচু করে ছিল। যদি কোনও কারণে বাসে হামলা হয়, আমরা যেন বেঁচে যেতে পারি। অবশ্য পরে বাস থেকে বেরিয়ে এসেছি। কেন না মনে হচ্ছিল সন্ত্রাসীরা বেরিয়ে এসে এলোপাতাড়ি গুলি করলে কেউই বাঁচবো না।’

ইতিমধ্যে ঘটনার পর কিউইদের বিপক্ষে শেষ টেস্টটি বাতিল করা হয়েছে। খুব দ্রুতই দেশে ফিরিয়ে আনা হবে ক্রিকেটারদের। দেশে ফেরার বিষয়ে পাইলট বলেন,‘এখনও (দেশে ফেরা) চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এখানে বিমান টিকিটের ব্যাপার জড়িত। একসঙ্গে এত টিকিট ম্যানেজ করা সহজ কোনও ব্যাপার নয়। দুই একজন হলে একটা ব্যাপার ছিল। কিন্তু আমরা ১৯ জন যাব এখান থেকে বাংলাদেশে। অন্য কোচিং স্টাফ যারা আছেন তারা হয়তো দক্ষিণ আফ্রিকা কিংবা ওয়েস্ট ইন্ডিজ যাবে, তারা হয়তো পেয়ে যাবে। বাকি ১৯ জনের জন্য আমরা চেষ্টা চালাচ্ছি। ৭/৮ জন করে হলেও যেন আমরা দেশে পাঠাতে পারি। তবে আমরা চাচ্ছি যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে চলে যেতে।’

(ঢাকাটাইমস/১৫ মার্চ/এইচএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :