ক্রাইস্টচার্চে সন্ত্রাসী হামলায় প্রধানমন্ত্রীর শোক

প্রকাশ | ১৫ মার্চ ২০১৯, ১৫:০৫

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে সন্ত্রাসী হামলায় বিপুল প্রাণহানির ঘটনায় শোক ও নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্নের কাছে শোকবার্তা পাঠিয়েছেন তিনি।

শুক্রবার বেলা দেড়টার দিকে জুমার নামাজের সময় নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের আল নূর ও লিনউড মসজিদে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়রা অল্পের জন্য বেঁচে গেলেও প্রাণ হারান ৪৯ জন। আহত হয়েছেন আরও অনেকে। হামলার ওই ঘটনায় দুই প্রবাসী বাংলাদেশিও নিহত হয়েছেন।

ভয়াবহ এই হামলার নিন্দা জানিয়ে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্নের কাছে শোকবার্তা পাঠান শেখ হাসিনা। হামলায় হতাহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে এবং সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানান বাংলাদেশের সরকারপ্রধান।

শনিবার বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যকার তৃতীয় ও শেষ টেস্ট হওয়ার কথা ছিল। কিন্তু সন্ত্রাসী হামলার পর ম্যাচটি বাতিল করা হয়েছে।

ঢাকাটাইমস/১৫মার্চ/এমআর