তামিমদের সঙ্গে আমার কথা হয়েছে: আফ্রিদি

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৫ মার্চ ২০১৯, ১৬:০৩ | প্রকাশিত : ১৫ মার্চ ২০১৯, ১৫:৪৮

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে শুক্রবার দুপুর দেড়টার দিকে হ্যাগলি ওভাল মাঠের পাশে একটি মসজিদে সন্ত্রাসী হামলা হয়। বন্দুকধারীদের গুলিতে নিহতের সংখ্যা বেড়ে ৪৯ জনে দাঁড়িয়েছে।

এই ঘটনার সময় মসজিদের সামনেই ছিল বাংলাদেশ ক্রিকেট দলের বাস।অল্পের জন্য জীবন রক্ষা পায় টাইগাররা। ঘটনার পর তামিমদের সঙ্গে কথা হয়েছে পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদির। এক টুইট বার্তায়, বাংলাদেশ দলের যে কোনো ক্ষতি হয়নি এতে স্বস্তি প্রকাশ করেছেন তিনি।

টুইটারে আফ্রিদি লিখেন,‘ক্রাইস্টচার্চে ভয়ংকর শোকাবহ ঘটনা ঘটেছে। আমি সব সময় নিউজিল্যান্ডকে সবচেয়ে নিরাপদ, শান্তিপূর্ণ দেশ হিসেবে জানি। ওখানকার মানুষ খুবই বন্ধুত্বসুলভ। তামিমের সঙ্গে আমার কথা হয়েছে। বাংলাদেশ দল ও কোচিং স্টাফরা সবাই নিরাপদে আছে জেনে স্বস্তি পাচ্ছি। এসব থামাতে বিশ্বকে একত্র হতে হবে! এভাবে ঘৃণা করা থামান! সন্ত্রাসবাদের কোনো ধর্ম নেই। শোকসন্তপ্ত পরিবারের জন্য প্রার্থনা। আল্লাহ নিহতদের শান্তি দান করুন।

(ঢাকাটাইমস/১৫ মার্চ/এইচএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :