ডাকসু নির্বাচন ভোটাররা মেনে নিয়েছে: আইনমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১৫ মার্চ ২০১৯, ২১:২৯ | প্রকাশিত : ১৫ মার্চ ২০১৯, ১৬:৪২
ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয ছাত্রসংসদ ও হল সংসদের নির্বাচন সুষ্ঠু হয়েছে মন্তব্য করে

আইন বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, ভোটাররা এই নির্বাচন মেনে নিয়েছে।

আজ শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া শহীদ স্মৃতি সরকারি কলেজের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়নকাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন মন্ত্রী।

আইনমন্ত্রী বলেন, ‘ডাকসুর নির্বাচন সুষ্ঠু হয়েছে। এই নির্বাচনে যারা ভোটার ছিলেন তারা তা মেনে নিয়েছেন। যারা পরাজিত হয় তারা আবেগতাড়িত হয়ে অনেক কিছুই বলে।’

আরেক প্রশ্নের জবাবে আনিসুল হক জানান, তারা বিএনপিকে নিয়ে এখন আর ভাবছেন না। বলেন, ‘বিএনপি নিজের ঘরই সামলাতে পারে না, তাদের নিয়ে আমাদের ভাবার সময় কই। বিএনপির নেতারা কিছু ভ্রান্ত আইডিয়ার ওপর কাজ করে। তাদের নেত্রী বেগম খালেদা জিয়া এতিমের টাকা চুরি করে জেলে গেছেন। তাকে আদালত সাজা দিয়েছে। এখানে সরকারের কিছুই করার নেই।’

আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শামছুজ্জামানের সভাপতিত্বে কলেজ মাঠে অনুষ্ঠিত ভিত্তিপ্রস্তর ও উদ্বোধনী সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ জয়নাল আবেদীন প্রমুখ।

(ঢাকাটাইমস/১৫মার্চ/মোআ)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :