নিউজিল্যান্ডে মসজিদে নিহতদের তিনজন বাংলাদেশি

প্রকাশ | ১৫ মার্চ ২০১৯, ১৬:৫২ | আপডেট: ১৫ মার্চ ২০১৯, ১৮:৫২

ঢাকাটাইমস ডেস্ক

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে সন্ত্রাসী হামলায় নিহতদের মধ্যে তিনজন বাংলাদেশি। শুক্রবার অস্ট্রেলিয়ায় বাংলাদেশি দূতাবাস থেকে পাঠানো এক বার্তায় তিনজন নিহতের খবর জানানো হয়েছে।

তিনজনের মধ্যে নিহত দুই বাংলাদেশির পরিচয় পাওয়া গেছে। তারা হলেন ড.আবদুস সামাদ, যিনি একজন অ্যাগ্রোইকোনোমিস্ট (কৃষি অর্থনীতিবিদ) এবং আরেকজন হলেন মিসেস হোসনে আরা বেগম, যিনি ড. ফরিদের স্ত্রী। ড. সামাদ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক।

এছাড়া আরও দুইজন আহত অবস্থায় রয়েছে। তিনজন এখনও নিখোঁজ।

তবে  নিউজিল্যান্ডের সরকার বা পুলিশের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে বাংলাদেশি দূতাবাসকে কিছু জানায়নি।

দূতাবাস থেকে পাঠানো বার্তায় নিউজিল্যান্ডে অবস্থানরত বাংলাদেশিদের শান্ত থাকার জন্য আহ্বান জানানোর পাশাপাশি দেশটির পুলিশের নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে।

বার্তায় আরও জানানো হয়েছে, শনিবার সকালে ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তায় অস্ট্রেলিয়ায় নিযুক্ত বাংলাদেশি কনসুল শফিকুর রহমান সেখানে পৌঁছাবেন। যেকোনো প্রয়োজনে তার সঙ্গে (ফোন+৬৪২১০২৪৬৫৮১৯) যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে।  

শুক্রবার জুমার নামাজ আদায়কালে একাধিক হামলায় এখন পর্যন্ত ৪৯ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে দেশটির পুলিশ কমিশনার।

প্রসঙ্গত, নিউজিল্যান্ডে বাংলাদেশের কোনো দূতাবাস নেই। অস্ট্রেলিয়ায় নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে সেখানকার দূতাবাসের কার্যক্রম পরিচালনা করা হয়।

(ঢাকাটাইমস/১৫ মার্চ/এনআই/জেবি)