দেড় মাস ধরে শিশু সন্তানসহ গৃহবধূ নিখোঁজ

প্রকাশ | ১৫ মার্চ ২০১৯, ১৭:৪৬

ব্যুরো প্রধান, রাজশাহী

কোলের সন্তানসহ রাজশাহীর এক গৃহবধূ রহস্যজনকভাবে প্রায় দেড় মাস ধরে নিখোঁজ রয়েছেন। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ নিয়েও স্ত্রী-সন্তানের সন্ধান পাননি গৃহবধূর রিকশাচালক স্বামী আবদুর রহমান। এ নিয়ে নগরীর রাজপাড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।

আবদুর রহমানের বাড়ি নগরীর লক্ষ্মীপুর ভাটাপাড়া মহল্লায়।

তিনি বলেন, ‘তার স্ত্রীর সঙ্গে কোনো দাম্পত্য কলহ ছিল না। গত ৪ ফেব্রুয়ারি সকালে তিনি রিকশা চালাতে চলে যান। বিকালে তার স্ত্রী তিন বছরের ছেলে রুবাইদ হোসেনকে সঙ্গে নিয়ে বাড়ি থেকে বের হন। এ সময় প্রতিবেশীদের বলে যান বাবার বাড়ি যাচ্ছেন। এরপর আর ফেরেননি।’

আবদুর রহমান জানান, ‘তার শ্বশুর বাড়ি নগরীর হড়গ্রাম টুলটুলিপাড়া এলাকায়। তার স্ত্রী-সন্তান সেখানে নেই। কোথায় আছে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এ নিয়ে তিনি দিশেহারা হয়ে পড়েছেন। এ বিষয়ে গত ৬ মার্চ তিনি থানায় জিডি করেছেন। তবে পুলিশও তার স্ত্রী-সন্তানের খোঁজ দিতে পারেনি।’

স্বামীর বর্ণনা মতে, ‘তার স্ত্রীর গায়ের রঙ উজ্জ্বল শ্যামলা। কপালের ডান পাশে কাটা দাগ রয়েছে। উচ্চতা প্রায় চার ফুট দুই ইঞ্চি। রুবাইদের গায়ের রঙ শ্যামলা। তাদের সন্ধান পেলে রাজপাড়া থানা অথবা নিজের ০১৯৮২২৭৮১০০ নম্বরে যোগাযোগের অনুরোধ করেছেন আবদুর রহমান।’

এ বিষয়ে রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, ‘তারা বিষয়টি তদন্ত করছেন। নিখোঁজদের সন্ধান পেতে বিভিন্ন স্থানে ছবি পাঠানো হয়েছে। এ বিষয়ে পুলিশ তৎপর রয়েছে।’

(ঢাকাটাইমস/১৫মার্চ/এলএ)