‘কোচিং শিক্ষকদের কাজ নয়’

প্রকাশ | ১৫ মার্চ ২০১৯, ১৭:৪৭

শরীয়তপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

শিক্ষকদের উদ্দেশ্যে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘আপনারা শিক্ষার্থীদের নোট ব্যবহার ও কোচিংয়ে উৎসাহিত করবেন না। আমি যেন না শুনি আপনারা কোচিং করাচ্ছেন। প্রাইভেট পড়ানো ও কোচিং শিক্ষকদের কাজ হতে পারে না। শিক্ষকতার পেশা সুন্দর- নৈতিকতার সঙ্গে করতে হবে।’

শুক্রবার বেলা সাড়ে ১১টায় কলেজ মাঠে শরীয়তপুর সরকারি কলেজের ৪০ বছরপূর্তি ও পুনর্মিলনী উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘এ সরকারের আমলে ১০ বছরে শিক্ষা খাতে ব্যাপক উন্নতি হয়েছে। আমাদের বহু দূর যেতে হবে। তাই সব শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সহযোগিতা চাই।’

শরীয়তপুর সরকারি কলেজের অধ্যক্ষ মো. মনোয়ার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় উদ্বোধক ছিলেন পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম।

পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম বলেন, ‘শেখ হাসিনার সরকার শিক্ষাবান্ধব। তাই বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয়া হয়।’

এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু, কেন্দ্রীয় আওয়ামী যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অধ্যাপিকা অপু উকিল, জেলা প্রশাসক কাজী আবু তাহের প্রমুখ।

(ঢাকাটাইমস/১৫মার্চ/এলএ)