আগৈলঝাড়ায় পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা লাঞ্ছিত

প্রকাশ | ১৫ মার্চ ২০১৯, ১৮:৪২

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি, ঢাকাটাইমস

বরিশালের আগৈলঝাড়ায় পানি উন্নয়ন বোর্ডের মালিকানার মৎসঘেরে সাইনবোর্ড ঝুলাতে গিয়ে ওই দপ্তরের এক কর্মকর্তা লাঞ্ছিত হয়েছেন। এ ঘটনায় তিনি থানায় অভিযোগ করেছেন।

গৌরনদী পানি উন্নয়ন বোর্ডের লাঞ্ছিত ওই কর্মকর্তা হলেন শফিকুল ইসলাম শাহীন।

কার্য সহকারী শফিক জানান, ‘শুক্রবার দুপুরে উপজেলার বাগধা গ্রামের বাগধা ও চাঁদত্রিশিরা মৌজায় তাদের অফিস থেকে লিজ দেয়া দুই একর ২৫ শতক মাছের ঘেরে ‘পানি উন্নয়ন বোর্ডের মালিকানা’ সাইনবোর্ড লাগাতে যাই। এসময় ওই এলাকার রিয়াজুল, মামুন, সামছু, আবেদীন ও মাসুম আমাকে বাধা দেয় ও লাঞ্ছিত করে।’

তিনি ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে সাইনবোর্ড লাগাতে এসেছে জানালে এক পর্যায়ে তাকে মারধর করে হুমকি-ধামকি দিয়ে ঘটনাস্থল ছাড়তে বাধ্য করে তারা। 

এ ঘটনায় পাউবোর কার্য-সহকারী শফিকুল ইসলাম শাহীন বিকালে থানায় অভিযোগ করেছেন। 

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আফজাল হোসেন বলেন, ‘অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

(ঢাকাটাইমস/১৫মার্চ/এলএ)