শনিবার রাতেই দেশে ফিরছে টাইগাররা

প্রকাশ | ১৫ মার্চ ২০১৯, ১৯:৪৭ | আপডেট: ১৫ মার্চ ২০১৯, ২০:২১

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস

শনিবার রাতেই দেশে ফিরছে নিউজিল্যান্ড সফররত বাংলাদেশ ক্রিকেট দল। রাত ১০: ৪০ মিনিটে খেলোয়াড়দের বহনকারী বিমান ঢাকা ল্যান্ড করবে বলে জানিয়েছেন টিম ম্যানেজার খালেদ মাসুদ পাইলট।

শুক্রবার রাতে ঢাকাটাইমস প্রতিনিধিকে হোয়াটসঅ্যাপ মেসেজে এ তথ্য জানান পাইলট।

টিম ম্যানেজার পাইলট জানান, শনিবার স্থানীয় সময় দুপুর ১২টায় ফ্লাইটে ওঠবেন সবাই। আর বাংলাদেশ পৌঁছবেন রাত ১০:৪০ মিনিটে। কোচিং স্টাফদের কেউ কেউ যে দলের সঙ্গে যে ফিরছেন না, সেটি অবশ্য ম্যানেজার আগেই বলেছেন, ‘আমরা ১৯ জন ফিরব। কোচিং স্টাফের কেউ ওয়েস্ট ইন্ডিজ যাবে, কেউ হয়তো দক্ষিণ আফ্রিকায়। তারা দ্রুতই টিকিট পেয়ে যাবে।’

শুক্রবার নিউজিল্যান্ডের ক্রাইস্টার্চের আল নুর ও লিনউড নামক দুইটি মসজিদে জুমার নামাজের জন্য উপস্থিতদের ওপর দুই বন্দুকধারী এলোপাতাড়ি গুলি চালায়। এতে তিন বাংলাদেশিসহ অন্তত ৪৯ জন মারা গেছেন। গুলিবর্ষণ যখন চলছিল ঠিক তখনই আল নুর মসজিদে নামাজ পড়তে পৌঁছে বাংলাদেশ দলের খেলোয়াড়রা। রক্তাক্ত মানুষদের সতর্কতায় সেখান থেকে দৌড়ে প্রাণ নিয়ে ফেরেন সবাই।

ঢাকাটাইমস/১৫মার্চ/এইচএ/ইএস