সংখ্যালঘু মন্ত্রণালয় ও সংরক্ষিত আসন দাবি

প্রকাশ | ১৫ মার্চ ২০১৯, ২১:৫২ | আপডেট: ১৫ মার্চ ২০১৯, ২১:৫৪

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

জাতীয় সংসদে হিন্দুসম্প্রদায়ের প্রতিনিধিত্ব নিশ্চিত করার জন্য সংরক্ষিত আসন এবং সংখ্যালঘু মন্ত্রণালয় প্রতিষ্ঠার  দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট।

আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরম খাঁ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান সংগঠনের নেতারা। ‘সারাদেশে হিন্দুসম্প্রদায়ের উপর হামলা, অগ্নিসংযোগ, হত্যা, মন্দির ও জমি দখলের প্রতিবাদ ও প্রতিকার’ বিষয়ে সংবাদ সম্মেলনটি আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে দেশের বিভিন্ন স্থানে হিন্দুসম্প্রদায়ের ওপর হামলার নানা অভিযোগ তুলে ধরেন সংগঠনের নেতারা।

এ সময় হিন্দুসম্প্রদায়ের অস্তিত্ব রক্ষা এবং দেশের গণতন্ত্রের স্বার্থে সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য সংসদে সংরক্ষিত আসনসহ বেশ কিছু দাবি তুলে ধরেন। অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে- সব পাঠ্যপুস্তক ধর্মনিরপেক্ষ করতে হবে, দুর্গাপূজায় তিন দিন, রথযাত্রায় একদিন ও শ্রী শ্রী হরি ঠাকুরের জন্মদিন মহাবারুণীতে একদিন সরকারি ছুটি ঘোষণা; সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা এবং সংখ্যালঘু সম্প্রদায় থেকে একজনকে পূর্ণ মন্ত্রী নিয়োগ দিতে হবে।

সংগঠনের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট দীনবন্ধু রায়, মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রামাণিক, সিনিয়র যুগ্ম মহাসচিব উত্তম দাস প্রমুখ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/১৫মার্চ/মোআ)