ঢাবি এলাকায় ছুরিকাঘাতে কিশোর নিহত

প্রকাশ | ১৬ মার্চ ২০১৯, ১০:১৯

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের সামনের রাস্তায় তুচ্ছ ঘটনা কেন্দ্র করে ছুরিকাঘাতে আরিফ হোসেন নামে ১৫ বছর বয়সী এক কিশোর নিহত হয়েছে। শুক্রবার বিকাল সাড়ে চারটার দিকে হামলায় আহত হওয়ার পর রাত একটার দিকে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আরিফ কিশোরগঞ্জের ভৈরব উপজেলার হেলাল মিয়ার ছেলে। বংশাল নাজিমউদ্দিন রোডে থেকে একটি জুতার কারখানায় কাজ করতো সে।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতের বড় ভাই আওলাদ হোসেন জানান, বিকালে হাইকোর্ট মাঠে ক্রিকেট খেলতে যায় আরিফসহ কয়েকজন। সেখান থেকে শহীদুল্লাহ হলের সামনের রাস্তা দিয়ে ফিরছিল তারা। এ সময় বিপরীত দিক থেকে আসা কয়েকজন যুবকের মধ্যে একজন আরিফের পায়ে লাথি দেয়।  প্রতিবাদ করলে প্রথমে আরিফকে মারধর করে তারা। পরে আরিফের বুকের ডান পাশে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

ঘটনার পর তাকে দ্রুত ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যান এই কিশোর।

(ঢাকাটাইমস/১৬মার্চ/এমআর)