ঢাবিতে ডিজিটাল মার্কেটিং কনফারেন্স অনুষ্ঠিত

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৬ মার্চ ২০১৯, ১০:৫৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের এমপিএম ক্লাবের উদ্যোগে ১৫ মার্চ শুক্রবার অনুষ্ঠিত হলো দিনব্যাপী ডিজিটাল মার্কেটিং কনফারেন্স।

সকাল ১০ টায় ব্যবসা শিক্ষা অনুষদের কনফারেন্স হলে ‘ডিজিটাল মার্কেটিং কনক্লেভ’ শীর্ষক এই অনুষ্ঠানের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন শিবলী রুবাইয়াতুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মিজানুর রহমান। প্রধান অতিথি তার বক্তব্যে আধুনিক ব্যবসায়ে ডিজিটাল মার্কেটিংয়ের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। একইসঙ্গে বর্তমান তরুণ প্রজন্মকে বৈশ্বিক চাহিদার সঙ্গে মিল রেখে দক্ষতা উন্নয়নের প্রতি গুরুত্ব আরোপ করেন। বিশেষ অতিথির বক্তব্যে শিবলী রুবাইয়াতুল ইসলাম বলেন, ‘বাংলাদেশের উন্নয়ন একসময় ৯০ শতাংশ বিদেশি সহায়তা নির্ভর ছিল, সেটি এখন কেবল ২ শতাংশে নেমে এসেছে। আধুনিক মার্কেটিং দক্ষতা বাড়িয়ে নিজেদের চাহিদা নিজেদেরই পূরণ করতে হবে। ডিজিটাল মার্কেটিং অপার সম্ভাবনা তৈরি করেছে, সেই সম্ভাবনা কাজে লাগাতে হবে।’

অনুষ্ঠানে ডিজিটাল মার্কেটিংয়ের গুরুত্ব এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কীভাবে যুগের চাহিদা মেটাতে শিক্ষার্থীদের আধুনিক কারিকুলামে পড়ানো হচ্ছে সেসব বিষয়ে আলোচনা করেন মার্কেটিং বিভাগের চেয়্যারম্যান অধ্যাপক ড. মিজানুর রহমান এবং এমপিএম প্রোগ্রামের পরিচালক অধ্যাপক ড. হরিপদ ভট্টাচার্য।

(ঢাকাটাইমস/১৬মার্চ/এজেড)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :