সর্বোচ্চ নিরাপত্তা চান সুজন

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৬ মার্চ ২০১৯, ১৪:১৮

যতই শান্তিপূর্ণ দেশ হোক সর্বোচ্চ নিরাপত্তা চাই বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গেম ডেভলপমেন্ট হেড ও পরিচালক খালেদ মাহমুদ সুজন। আজ দুপুরে বিসিবি একাডেমি মাঠে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সুজন বলেন, ‘নিউজিল্যান্ড শান্তিপ্রিয় দেশ হওয়ায় তারাও নিরাপত্তার কথা বিবেচনা করেনি। এখন যেহেতু ওখানে ঘটে গেছে, ভবিষ্যতে যতই শান্তিপ্রিয় দেশ হোক আমরা সর্বোচ্চ নিরাপত্তা চাই।’

এখন থেকে বিসিবিও নিরাপত্তা দল পাঠিয়ে নিরাপত্তার ক্লিয়ারেন্স নিবে। যেকোনো দেশেই হোক নিরাপত্তাটা এখন সর্বোচ্চ বিবেচনায় থাকবে বলে জানিয়েছেন সুজন।

নিউজিল্যান্ডে হামলার এই ভয়াবহ ট্রমা কাটিয়ে উঠতে খেলোয়াড়দের জন্য কোনো সমস্যা হবে কি না-এমন প্রশ্নে সুজন বলেন, ‘এটার প্রয়োজন নেই। কারণ, তামিমরা বেড়ে উঠেছেন, মেন্টালি শক্ত হয়েছেন।’

তার মতে, এটা কিন্তু এমন না যে বিশ্বে এটা প্রথম ঘটেছে। এ সময় হলি আর্টিজানের কথা উল্লেখ করে সুজন বলেন, ‘এগুলো তারা আগেও দেখেছে, এই হামলার প্রভাব থাকবে না।’

প্রসঙ্গত, গতকাল শুক্রবার নিউজিল্যান্ডে ক্রাইস্টচার্চের দুটি মসজিদে সন্ত্রাসী হামলার ঘটনায় ৪৯ জন মুসল্লি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪৮ জন। নিহত ৪৯ জনের মধ্যে ক্রাইস্টচার্চের আল নুর মসজিদের ৪১ জন এবং লিনউডের আরেকটি মসজিদে আটজন মুসল্লি রয়েছেন।

আর এই সন্ত্রাসী হামলার সময় আল নুর মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময় অল্পের জন্য বেঁচে যান বাংলাদেশের ক্রিকেট দলের খেলোয়াড়রা।

(ঢাকাটাইমস/১৬ মার্চ/এইচএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :