দল ছাড়লেন বিএনপির কেন্দ্রীয় নেতা সাহাব উদ্দিন

প্রকাশ | ১৬ মার্চ ২০১৯, ১৫:৫৩ | আপডেট: ১৬ মার্চ ২০১৯, ১৫:৫৮

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-অর্থ বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের সহ-সভাপতি সাহাব উদ্দিন দল থেকে পদত্যাগ করেছেন।

২০০৮ সালে তিনি ঢাকা-১০ আসনে ধানের শীষ নিয়ে নির্বাচন করে পরাজিত হন। তিনি রাজধানীর গুলশানের সাহাব উদ্দিন মেডিকেল কলেজ ও হাসপাতালের মালিক।  

শনিবার দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বরাবর পদত্যাগপত্র পাঠান সাহাব উদ্দিন। পদত্যাগপত্রের একটি কপি দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীকে দেওয়া হয়েছে বলেও জানা গেছে।

পদত্যাগপত্র জমা দেয়ার পরপর তিনি মালয়েশিয়ায় গেছেন বলে জানা গেছেন।

পদত্যাগপত্রে সাহাব উদ্দিন লিখেছেন, ‘আমি মোহাম্মদ সাহাব উদ্দিন দীর্ঘদিন যাবৎ দলের সহ-অর্থ বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের সহ-সভাপতির দায়িত্ব পালন করে আসছি। একই সঙ্গে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার দেওয়া সব দায়িত্বও সঠিকভাবে পালন করেছি। আমাকে এ ধরনের দায়িত্ব দেওয়ার জন্য চেয়ারপারসনসহ দলের সব নেতার প্রতি আমি কৃতজ্ঞ। বর্তমানে শারীরিক ও পারিবারিক কারণে আমার পক্ষে আর এই দায়িত্ব পালন করা সম্ভব হচ্ছে না। এ অবস্থায় আমাকে দলের সব পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেওয়ার জন্য অনুরোধ করছি।’

১৬ মার্চ শনিবার থেকে সব পর্যায়ের পদ ও দায়িত্ব থেকে তার অব্যাহতি কার্যকর হবে বলে তিনি পদত্যাগপত্রে উল্লেখ করেন।

 (ঢাকাটাইমস/১৬মার্চ/বিইউ)