৯ মাস পর রোনালদোর সুদিন

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ১৬ মার্চ ২০১৯, ১৭:১৫ | প্রকাশিত : ১৬ মার্চ ২০১৯, ১৬:০৪

চ্যাম্পিয়ন্স লিগে অ্যাতলেটিকো মাদ্রিদের বিরুদ্ধে দ্বিতীয় লেগে জেতার পর তিনি বলেছিলেন, বিশ্বকাপের পর আমার একটা লম্বা সময় বিশ্রামের প্রয়োজন ছিল। সেই সময়টাতে আমি নিজেকে জুভেন্টাসে খেলার জন্য প্রস্তুত করছিলাম। মানসিক ও শারীরিক দিক থেকে এই ছুটিটা আমার অনেক কাজে লেগেছে।

ছুটি কাটিয়ে ফিরেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। শুধু ফিরেছেন বললে ভুল হবে। আরো যেন শক্তিশালী হয়ে ফিরেছেন। সেটা চ্যাম্পিয়ন্স লিগে প্রমাণ করে দিয়েছেন। জুভেন্টাসের জার্সিতে আবার যেন পুরোনো সিআর সেভেন। তবে এরই মধ্যে ধর্ষণ-কাণ্ডের জেরে তাঁর ব্যক্তিগত ও পেশাগত জীবন ক্ষত-বিক্ষত হয়েছে। ধর্ষণের অভিযোগের জন্য জাতীয় দল থেকে বাদ পড়তে হয়েছিল তাঁর মতো তারকাকে। সিআর সেভেনকে ছাড়াই উয়েফা নেশনস কাপে নামার কথা ঘোষণা করেছিলেন পর্তুগালের কোচ ফার্নান্দো সান্তোস।

অবশেষে ধর্ষণ-কাণ্ডের ছায়া কাটিয়ে ৯ মাস পর রোনালদোর জীবনে ফিরল সুদিন। ফের পর্তুগাল দলে ডাক পেলেন মহাতারকা। ইউক্রেন ও সার্বিয়ার বিরুদ্ধে ২০২০ সালের ইউরো কাপের বাছাইপর্বের ম্যাচ খেলবে পর্তুগাল। এই দুটি ম্যাচের জন্য ডাক পড়ল রোনালদোর।

ইতোমধ্যে দেশের জার্সিতে ৮৫টি গোল করেছেন রোনালদো। গত বছর গোল সংখ্যায় টপকে গিয়েছেন কিংবদন্তি পুসকাসকে। এমনকি ইউরোপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতাও হয়েছেন। কিন্তু তারপর থেকেই রোনালদোর জীবন ছন্নছাড়া হয়েছে। ধর্ষণের অভিযোগ পর্তুগীজ তারকার ক্যারিয়ারে দুর্ভোগের কালো মেঘ নিয়ে এসেছে।

রাশিয়া বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে উরুগুয়ের কাছে ২-১ গোলে হেরে বিদায় নিয়েছিল পর্তুগাল। সেটা ৯ মাস আগের ঘটনা। ওটাই ছিল পর্তুগালের হয়ে রোনালদোর শেষ ম্যাচ। ৯ মাস পর রোনালদো আবার ফিরছেন। তাই স্বাভাবিকভাবেই পর্তুগালের সমর্থকদের মুখে হাসি ফুটেছে। তবে পরিসংখ্যান বলছে, গত ৬ ম্যাচ ধরে রোনালদোকে ছাড়াই অপরাজিত তকমা ধরে রেখেছে ফার্নান্দো সান্তোসের দল। ৩টি ম্যাচে জয় ও ৩ ম্যাচে ড্র। যার জেরে উয়েফা নেশনস লিগের নকআউট পর্বে কোয়ালিফাই করেছে পর্তুগাল। এদিকে জুভেন্টাসের হয়ে ইতোমধ্যে ৩৪ ম্যাচে ২৪ গোল করেছেন রোনালদো।

আগামী ২২ মার্চ আসন্ন ইউরো কাপের বাছাইপর্বে গ্রুপ ‘বি’র ম্যাচে ইউক্রেনের বিরুদ্ধে নামবে পর্তুগাল। ২৫ মার্চ রোনালদোর পর্তুগাল খেলবে সার্বিয়ার বিরুদ্ধে। দুটি ম্যাচই হবে লিসবনে।

(ঢাকাটাইমস/১৬ মার্চ/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এবার স্টয়েনিস-ওয়ার্নারকে বাদ দিয়ে অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ

প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে আইসিসির এলিট প্যানেলে সৈকত

শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের টেস্ট জেতা উচিত: সাকিব

শান্তর অধিনায়কত্ব নিয়ে এবার যা বললেন সাকিব

অবসর নিয়ে এবার যা জানালেন মেসি

বিশ্বকাপে হেরে আত্মহত্যার কথা ভেবেছিলেন রিচার্লিসন!

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা

সিলেট টেস্টে ৮ উইকেট নেওয়া বোলারকে চট্টগ্রাম টেস্টে পাচ্ছে না শ্রীলঙ্কা

আইপিএলে হায়দরাবাদ-মুম্বাইয়ের ৫২৩ রানের ম্যাচে রেকর্ডবুকে তোলপাড়

ডি মারিয়াকে হত্যার হুমকি দেওয়া তিন দুর্বৃত্ত গ্রেপ্তার

এই বিভাগের সব খবর

শিরোনাম :