আড়িয়ল বিলের মামলায় গ্রেপ্তার ১২

প্রকাশ | ১৬ মার্চ ২০১৯, ১৭:২০

মুন্সীগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস

মুন্সীগঞ্জের শ্রীনগরে আড়িয়ল বিলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণকে কেন্দ্র করে পুলিশ ও বিলবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনায় সাবেক ইউপি সদস্যসহ ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার কৃতরা হলেন-সাবেক ইউপি সদস্য আজিম হাওলাদার (৩৮), বাড়ৈখালীর মো. হালিম (২৭), আরধীপাড়ার সালাউদ্দিন (৫৮), মোকলেছুর রহমান (৫৫), বিল্লাল (৪৭), বারেক মাস্টার (৫৭), সাত্তার গাজী (৫৯) দয়হাটার মো. আবুল (৪৫), আবু তাহের (৪২), ষোলঘরের নুর ইসলাম (৫৫), মিরাজ (৪৭) ও পাটাভোগের মনু মিস্ত্রী (৫৭)।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইউনুচ আলী জানান, ২০১১ সালে আড়িয়ল বিলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণকে কেন্দ্র করে পুলিশ ও বিলবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনায় মামলা হয়। ওই মামলায় ওয়ারেন্টভুক্ত ১২ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার মুন্সীগঞ্জ আদালতে আসামিদের পাঠানো হয়েছে।

ঢাকাটাইমস/১৬মার্চ/ইএস