উপজেলা নির্বাচন

শেখ হাসিনার জন্য নৌকাকে বিজয়ী করতে হবে: দোলন

প্রকাশ | ১৬ মার্চ ২০১৯, ১৯:২০ | আপডেট: ১৬ মার্চ ২০১৯, ২০:৫৩

আলফাডাঙ্গা প্রতিবেদক, ঢাকাটাইমস

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানিয়েছেন কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও ফরিদপুর জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য আরিফুর রহমান দোলন।

তিনি বলেছেন, শেখ হাসিনা তাকে (এস এম আকরাম) প্রার্থী করেছেন। শেখ হাসিনার দিকে তাকিয়ে নৌকায় ভোট দিতে হবে। শেখ হাসিনার জন্য নৌকাকে বিজয়ী করতে হবে।

আজ শনিবার বেলা ১২টায় উপজেলার কুসুমদী কুটুমবাড়ি কফি হাউজ প্রাঙ্গণে এস এম আকরাম হোসেনের পক্ষে আয়োজিত নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে এই তাগিদ দেন দোলন। উপজেলা আওয়ামী লীগ নির্বাচনী জনসভাটি আয়োজন করে।

আলফাডাঙ্গার মানুষকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক ভালোবাসেন উল্লেখ করে দোলন বলেন, ‘আলফাডাঙ্গার উন্নয়নে ব্যাপারে শেখ হাসিনা আন্তরিক। শেখ হাসিনার কারণেই আলফাডাঙ্গার কামারগ্রামে ৮০ কোটি টাকা ব্যয়ে টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি) হচ্ছে।

‘আমরা প্রার্থী কে তাকে চিনি না। আমরা চিনি শেখ হাসিনাকে। শেখ হাসিনা যাকে প্রার্থী দেবেন তাকেই আমাদের বিজয়ী করতে হবে। শেখ হাসিনার প্রার্থীকে যদি আমরা বিজয়ী না করি তাহলে তাকে অসম্মান করা হবে। শেখ হাসিনা আমাদের মা। তার অসম্মান আমরা হতে দিতে পারি না।’ তাই মতভেদ ভুলে নৌকার প্রার্থীকে বিজয়ী করার জন্য কাজ করতে সবার প্রতি আহ্বান জানান দোলন।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু হোসেন তালুকদার। উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক (ভা.প্রা.) এস এম তৌকির আহমেদ ডালিমের সাঞ্চালনায় সভায় আরো বক্তব্য দেন সাবেক এআইজি মালেক খশরু, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত শিকদার, আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম আকরাম হোসেন, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক নুরুল বাশার মিয়া, পৌর মেয়র সাইফুর রহমান সাইফার, ফরিদপুর জেলা পরিষদ সদস্য ও জেলা কৃষক লীগের সদস্যসচিব শেখ শহীদুল ইসলাম শহীদ, সাবেক উপজেলা চেয়ারম্যান খান বেলায়েত হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আশরাফ উদ্দীন তারা, কেন্দ্রীয় কৃষক লীগের নেতা শেখ শওকত হোসেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সদস্য শেখ তাহিদুর রহমান মুক্ত, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এনায়েত হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান মিজান প্রমুখ।

এর আগে ফরিদপুর-১ আসনের জনপ্রিয় তরুণ নেতা আরিফুর রহমান দোলনকে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া থেকে দলের শত শত দলীয় নেতাকর্মী ও সমর্থক প্রায় ৪০০ মোটরসাইকেলের একটি বহর নিয়ে বরণ করেন। পরে মোটরসাইকেলের বহর নিয়ে দোলন নৌকার পক্ষে গণসংযোগ করতে করতে নির্বাচনী সভায় উপস্থিত হন।

এ সময় নেতাকর্মী ও সমর্থকেরা ‘শেখ হাসিনার সালাম নিন, নৌকা মার্কায় ভোট দিন’, ‘দোলন ভাইয়ের সালাম নিন, নৌকা মার্কায় ভোট দিন’ ইত্যাদি স্লোগান দেন।

(ঢাকাটাইমস/১৬মার্চ/ইএস/মোআ)