জয় দিয়ে জিদানকে বরণ করল রিয়াল

প্রকাশ | ১৭ মার্চ ২০১৯, ১১:৪৩ | আপডেট: ১৭ মার্চ ২০১৯, ১১:৫২

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

৯ মাস আগে রিয়াল মাদ্রিদ ছেড়েছিলেন কোচ জিনেদিন জিদান। সেই জিদানকেই আবার কোচ হিসাবে নিয়োগ দিয়েছে স্পেনের এই ক্লাবটি। পুরোনো ক্লাবে ফেরার পর গতকাল প্রথম ম্যাচ ছিল রিয়ালের। লা লিগার এই ম্যাচে জিদানকে জয় উপহার দিয়েছেন ইসকো-বেলরা। সেল্টা ভিগোকে ২-০ গোলে হারিয়েছে ক্লাবটি।

২৮ ম্যাচ খেলে ৫৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে এখন তৃতীয় অবস্থানে আছে রিয়াল মাদ্রিদ। সমান সংখ্যক ম্যাচ খেলে ২৫ পয়েন্ট নিয়ে সেল্টা ভিগো আছে ১৮তম অবস্থানে। ২৭ ম্যাচ খেলে ৬৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা।

রিয়ালের ঘরের মাঠ সান্টিয়াগো বার্নাব্যুতে অনুষ্ঠিত ম্যাচটিতে বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিল স্বাগতিকরা। ম্যাচে ৫৪ শতাংশ সময় ধরে বল নিয়ন্ত্রণে রাখে রিয়াল। ৪৬ শতাংশ সময় ধরে বল নিয়ন্ত্রণে রাখে সেল্টা ভিগো।

ম্যাচে প্রথমার্ধে কোনো দলই গোল করতে পারেনি। দ্বিতীয়ার্ধে ম্যাচের ৬২তম মিনিটে ইসকোর গোলে এগিয়ে যায় রিয়াল। ৭৭তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন গ্যারেথ বেল। বাকি সময়ে কোনো গোল না হওয়ায় ২-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ।

(ঢাকাটাইমস/১৭ মার্চ/এসইউএল)