‘গ্যাস-বিদ্যুতের দাম বাড়লে সাধ্যমত প্রতিবাদ করবে বিএনপি’

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৭ মার্চ ২০১৯, ১৪:৫২ | প্রকাশিত : ১৭ মার্চ ২০১৯, ১৪:২০

নতুন করে বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ানো হলে জনগণ ও বিএনপি সেই সিদ্ধান্ত মানবে না বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর দাম বাড়ানো হলে বিএনপি সাধ্যমতো এর প্রতিবাদ করবে বলে জানান তিনি।

রবিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিএনপি মহাসচিব। এর আগে দলটির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে যৌথ সভা করেন তিনি।

সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলে মির্জা ফখরুল। এ সময় তাকে প্রশ্ন করা হয় গ্যাস ও বিদ্যুতের বাড়লে বিএনপি কী করবে। জবাবে বিএনপি মহাসচিব বলেন, ‘বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ানো হলে বিএনপি সাধ্যমতো এর প্রতিবাদ করবে।’

দেশে গণতন্ত্র নেই দাবি করে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, ‘আজকে দেশে প্রায় একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়ে গেছে। দেশের মানুষের অধিকার ও গণতন্ত্র নেই। এ রকম একটি অবস্থায় আমরা স্বাধীনতা দিবস পালন করতে যাচ্ছি।’

বিএনপি মহাসচিব বলেন, ‘স্বাধীনতার মূল লক্ষ্য ছিল গণতন্ত্র ও মানুষের অধিকার। কিন্তু দুর্ভাগ্য আজকে এমনদিনে আমরা স্বাধীনতা দিবস পালন করতে যাচ্ছি, যখন মানুষ গণতান্ত্রিক অধিকারহীন হয়ে পড়েছে। আজকে স্বাধীনতার নায়কের মিথ্যা মামলায় কারাবন্দী। হাজার হাজার গণতন্ত্রকামী মানুষ জেলে বন্দী। আজকে প্রায় এক লক্ষ মামলায় ২৬ লক্ষকে আসামি করা হয়েছে। যারা প্রতিদিন নির্যাতিত হচ্ছে।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন প্রমুখ।

(ঢাকাটাইমস/১৭মার্চ/বিইউ/এমআর)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

বাংলাদেশে একদিন গণতন্ত্র প্রতিষ্ঠিত হবেই, তখন আ. লীগ থাকবে না: আমিনুল হক

উপজেলা নির্বাচন ঘিরে তৃণমূল আ.লীগে বাড়ছে দ্বন্দ্ব

সরকারের এমপিরা ঘোষণা দিয়ে লুটপাট শুরু করেছে: এবি পার্টি

বদরের চেতনায় লড়াই অব্যাহত রাখার আহ্বান ছাত্রশিবির সভাপতির

আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ফখরুলের

বিএনপির ভারত বিরোধিতা মানুষের কষ্ট বাড়ানোর নতুন সংস্করণ: নাছিম

ভোট ডাকাত সরকারকে সমর্থনকারী দেশের পণ্য বর্জন ন্যায়সঙ্গত: রিজভী

১১ মামলায় আগাম জামিন পেলেন বিএনপি নেতা বকুল

বর্তমান সরকার ভারতের অনুগ্রহে ক্ষমতায় বসে আছে: সাকি

জিয়াউর রহমান উগ্র-সাম্প্রদায়িক গোষ্ঠীকে রাজনীতিতে প্রতিষ্ঠিত করে: ওবায়দুল কাদের

এই বিভাগের সব খবর

শিরোনাম :