রামপাল বিদ্যুৎকেন্দ্রে ক্রেনের পাইল ছিঁড়ে দুই শ্রমিক নিহত

বাগেরহাট প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৭ মার্চ ২০১৯, ১৪:৫৯ | প্রকাশিত : ১৭ মার্চ ২০১৯, ১৪:৩৮
ফাইল ছবি

বাগেরহাটের রামপাল উপজেলায় নির্মাণাধীন কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের ক্রেনের পাইল ছিঁড়ে আহত দুই শ্রমিক মারা গেছেন। শনিবার রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন- নাসির হোসেন ও আসাদুর রহমান। তাদের মধ্যে নাসির চাঁপাইনবাবগঞ্জ জেলা সদরের কালীনগর গ্রামের আনসার আলীর ছেলে আর আসাদুর রামপাল উপজেলার ফজলুর রহমানের ছেলে।

রামপাল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. লুৎফর রহমান জানান, শনিবার রামপালে ১৩২০ মেগাওয়াট নির্মাণাধীন কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের ক্রেনের পাইল ছিঁড়ে ওই দুই শ্রমিক আহত হয়। পরে তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে রাতেই তাদের মৃত্যু হয়।

ঢাকাটাইমস/১৭মার্চ/প্রতিনিধি/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :