শিল্পীর ছোঁয়ায় নতুন রূপে আনিসুল হক সড়ক

প্রকাশ | ১৭ মার্চ ২০১৯, ১৪:৫৬

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

তেজগাঁও রেলক্রসিং থেকে সাতরাস্তা মোড় পর্যন্ত মেয়র আনিসুল হক সড়কের দুই পাশের দেয়ালে হাতে আঁকা চিত্র দিয়ে সাজিয়ে তোলার উদ্যোগ নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

জাতীয় শিশু দিবসকে উপলক্ষে সড়কটির দুই পাশের দেয়ালে হাতে আঁকা চিত্র দিয়ে সাজিয়ে তোলার কাজ শুরু করে ডিএনসিসি। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ১৮০ জন শিক্ষার্থী কাজ করছেন। দেয়ালে নানা ধরণের প্রতিকৃতি ও দেয়াল লিখন করে নতুন রূপে সাজানো হচ্ছে সড়কের পাশের দেয়াল।

এর পাশাপাশি পরিচ্ছন্ন ঢাকা বিনির্মাণে সামাজিক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ডিএনসিসি বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ও দেয়াল চিত্রাঙ্কণ কর্মসূচি গ্রহণ করেছে।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে রাজধানীর ব্যস্ততম এলাকার এই সড়কটি ট্রাকস্ট্যান্ড হিসেবে ব্যবহার করায় সাধারণ মানুষের চলাচলের উপযোগী ছিলো না। নানা সময়ে উদ্যোগ নেয়া হলেও উচ্ছেদ করা যায়নি ট্রাকস্ট্যান্ডটি।

মেয়র হওয়ার পর আনিসুল হক রাস্তার অবৈধ স্থাপনা উচ্ছেদ করে যান চলাচলের জন্য উম্মুক্ত করে দেন।  পরবর্তীতে এই রাস্তাটি তার নামেই নামকরণ করা হয়।

(ঢাকাটাইমস/১৭মার্চ/বিইউ/এমআর/এমআর)