সেজদা দিয়ে ক্রাইস্টচার্চে নিহতদের প্রতি ফুটবলারের শ্রদ্ধা

ক্রীড়া ডেস্ক
 | প্রকাশিত : ১৭ মার্চ ২০১৯, ১৬:৪৫

গত শুক্রবার নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে হামলায় অন্তত ৪৯ জন মুসলিম নাগরিক নিহত হয়েছেন। নামাজরত অবস্থায় নিহত মুসল্লিদের সম্মান জানাতে মাঠেই সেজদা করেন নিউজিল্যান্ড ফুটবলার কোস্তা বারবারোস।

শনিবার রাতে অস্ট্রেলিয়ান ‘এ’ লিগের ম্যাচে ব্রিসবেন রোয়ারের বিপক্ষে ২-১ গোলে জিতেছে কিউই তারকা কস্তার দল মেলবোর্ন ভিক্টরি। ম্যাচের ২৪তম মিনিটে দলের হয়ে প্রথম গোল করেন কস্তা। আর গোল করেই । অমুসলিম হয়েও মুসলমানদের মতো সেজদা দিয়ে শ্রদ্ধা জানান কিউই ফুটবলার।

এমন উদযাপনের পর সংবাদ মাধ্যমকে নিজেই জানালেন নিজের অভিব্যক্তি। তিনি বলেন,‘সত্যি কথা আমি খুবই বিধ্বস্ত। খুবই আবেগঘন দিন আজ। হয়তো এটা তাদের কাছে কোনও কিছু না। কিন্তু এটা বিশেষ কিছু।’

মুসলিম না হয়েও কস্তা বারবারোসের এই গোল উদ্‌যাপন সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সাড়া ফেলেছে। সেজদার মাধ্যমে তিনি বুঝিয়েছেন যে,তিনি মুসলিম ভাইদের পাশে আছেন।

(ঢাকাটাইমস/১৭ মার্চ/এইচএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :