‘মসজিদে হামলাকারী জঙ্গির সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করুন’

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৭ মার্চ ২০১৯, ১৭:২৪

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে জঙ্গি হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে ইসলামী ছাত্র খেলাফত বাংলাদেশ। রবিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মু. খোরশেদ আলমের সভাপতিত্বে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মো. আবুল হাসিমের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন দেন ইসলামী ছাত্র খেলাফতের সহ-সভাপতি মির্জা ইয়াছিন আরাফাত, সাংগঠনিক সম্পাদক মুহিউদ্দিন, এনামুল হাসান ফরহাদ, শেখ ফরিদ, ফয়েজ আহমদ, আব্দুল হাই মাসুম প্রমুখ।

সভাপতির বক্তব্যে মু. খোরশেদ আলম বলেন, ‘সবচেয়ে নিরাপদ স্থান মসজিদে খ্রিস্টান জঙ্গি নিমর্মভাবে মুসলমানদের পাখির মতো গুলি করে হত্যা করেছে। খুনির নৃশংসতা থেকে রেহাই পায়নি নারী ও শিশুরাও। যে মুসলমানরা একটি সুন্দর সমাজ বিনির্মানের স্বপ্ন নিয়ে শান্তির দেশে পাড়ি জমিয়েছিল, সেই স্বপ্ন ধূলিস্যাৎ হয়ে গেছে। এখন তাদের দিন কাটছে আতঙ্ক আর অনিশ্চয়তার ঘোর অনামিশায়।’

হত্যাকাণ্ডের বিরুদ্ধে যথোপযুক্ত পদক্ষেপ গ্রহণ না করায় ওআইসি ও জাতিসংঘের কঠোর সমালোচনা করে তিনি বলেন, ‘২০০১ সালে টুইন টাওয়ারে হামলার পর জাতিসংঘ ওঠে পড়ে লেগেছিল। আফগানিস্তান ও ইরাকের মতো দেশকে ধ্বংস করে দেয়া হয়েছে। এখন মসজিদের ভেতর নিরীহ নামাজরত মানুষদের হত্যার পরও তারা কথা বলছে না। মুখে কুলুপ দিয়ে দায়সারা বক্তব্য দিচ্ছে। কাজেই কথিত জাতিসংঘের আশায় বসে না থেকে মুসলিম বিশ্বনেতাদের মুসলিম জাতিসংঘ গঠন করে নিজেদের স্বার্থ রক্ষায় উদ্যোগী হতে হবে।’

ছাত্রখেলাফত সভাপতি আরও বলেন, ‘বিশ্বের সকল মুসলমান ভাই ভাই। তারা সবাই একটি দেহের ন্যায়। দেহের কোনো অংশে আঘাতপ্রাপ্ত হলে পুরো দেহে যেমন ব্যথা অনুভূত হয়। তেমনি নিউজিল্যান্ডের বর্বর হত্যাকাণ্ডে আমরাও ব্যথিত। আমরা মুসলিম রাষ্ট্রনেতাদের ইতিহাসের ঘৃণিত খুনি জঙ্গির সর্বোচ্চ শাস্তির দাবিতে সোচ্চার হয়ে নিউজিল্যান্ড সরকারের ওপর চাপ প্রয়োগের আহ্বান জানাচ্ছি। মিডিয়াকে খুনিকে বন্দুকধারী না বলে তার আসল পরিচয় ‘উগ্র খ্রিস্টান জঙ্গি’ বলার অনুরোধ জানাচ্ছি।’

(ঢাকাটাইমস/১৭মার্চ/জেবি)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :