ময়লা পরিস্কার

‘ট্রাস ট্যাগ চ্যালেঞ্জ’ পরিচ্ছন্ন করছে শহর

প্রকাশ | ১৭ মার্চ ২০১৯, ১৭:২৫ | আপডেট: ১৭ মার্চ ২০১৯, ১৮:০৪

কাজী রফিক, ঢাকাটাইমস

শহরের ময়লা পরিস্কারের কাজ সিটি করপোরেশন বা পৌরসভার। তবে ঘরের পাশের ময়লা নিজেরা পরিস্কারের উদ্যোগ নিলে পরিচ্ছন্ন হবে শহর। কমে আসবে যেখানে সেখানে ময়লা ফেলার প্রবণতাও।

রাজধানী ঢাকায় ময়লা পরিস্কারের প্রতিযোগিতার মাধ্যমে তরুণ-তরুণীদের এমন ভাবনার প্রতিফলন দেখলেন দেশবাসী।

বৃহস্পতিবার রাতে স্নাতক পাস পাঁচ তরুণ-তরুণী প্রতিযোগিতা হিসেবে নিলেন বাসার পাশের ময়লা পরিস্কারের সিদ্ধান্ত। শুক্রবার সকালে রাজধানীর মগবাজারে আটঘাট বেঁধে নেমে পড়লেন ময়লা পরিস্কার করতে। কয়েক ঘন্টায় জমা হলো ১৩ ব্যাগ ময়লা। এলো পরিশ্রমের প্রতিদান। দীর্ঘদিন  ময়লার স্তূপ হয়ে থাকা জায়গাটি হল পরিস্কার-পরিচ্ছন্ন।

বাসার পাশের জায়গা থেকে ময়লা পরিস্কারের ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে আসার পর তা খুব দ্রুতই ছড়িয়ে পড়ে। এখন অনেকেই এ ধরনের কাজে আগ্রহ প্রকাশ করছেন।

এভাবেই প্রথমা জান্নাহ, ফারহানা ইলেন, জান্নাত অন্তরা, জহির রাহাত ও তুষার রহমান নামের  এই  পাঁচ তরুণ-তরুণী বাংলাদেশে ছড়িয়েছেন ‘ট্রাস ট্যাগ চ্যালেঞ্জ’ নামের আবর্জনা পরিস্কারের প্রতিযোগিতাটি।

প্রথমা জান্নাহ জানান, ঢাকায় রাস্তার পাশে পর্যাপ্ত ডাস্টবিন নেই। ফলে চলার পথে অনেকেই রাস্তার পাশে ময়লা ফেলে যান। যা শহরের পরিবেশকে দিন দিন  ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে।

মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজে এমবিএ পড়ুয়া এই শিক্ষার্থী ঢাকাটাইমসকে বলেন, ‘ময়লা পরিস্কারের চ্যালেঞ্জটি সবার নেওয়া উচিত। তাহলে আমরা বুঝব যে, ময়লা পরিস্কার করা কতটা কষ্টের কাজ। সিটি করপোরেশনকর্মীদের কষ্টটা বুঝলে আমরা ময়লা পরিস্কারের জন্য কেবল তাদের ওপর নির্ভর করব না। সচেতন হবো।‘

উদ্যোক্তারা মনে করছেন, সারা দেশের মানুষ এই শহরে আসেন ভাগ্য পাল্টানোর তাগিদে। মানুষের চাপে দিন দিন পরিবেশ হারিয়ে ফেলছে ঢাকা । এই পরিবেশ বিপর্যয় ঠেকাতে হিমশিম খেতে হচ্ছে  সিটি করপোরেশনকে। একদিকের ময়লা পরিস্কার করতে না করতেই আরেক দিকে তৈরি হয় ময়লার বিশাল স্তূপ। শহরের রাস্তার সমস্যা যখন চরমে, তখন ময়লা পরিস্কারের দায় নিজেদের কাঁধে তুলে নিয়েছেন তারা। উদ্দেশ্য, তাদের দেখে অন্যরাও এ কাজে নামলে ঢাকা হবে পরিচ্ছন্ন নগরী। আস্তে আস্তে ছড়িয়ে পড়বে সারা দেশে।

প্রতিযোগিতাটি নতুন নয়। বিশ্বের অনেক দেশে শহর পরিস্কারের অভিনব এ পদ্ধতিটি অনেক আগে থেকেই  সমাদৃত।  পার্শ্ববর্তী দেশ ভারতের এক তৃতীয়াংশ জায়গার ময়লা পরিস্কার হয়েছে ট্রাস ট্যাগ চ্যালেঞ্জের মাধ্যমে।

ধীরে ধীরে সামাজিক যোগাযোগের মাধ্যমে তা ছড়িয়ে পড়ছে বাংলাদেশেও।

(ঢাকাটাইমস/১৭মার্চ/কারই/এআর)