একই নামে দুই মসজিদ, আদালতে মামলা

আজহারুল হক, ময়মনসিংহ
 | প্রকাশিত : ১৭ মার্চ ২০১৯, ১৭:২৬

ময়মনসিংহের গফরগাঁওয়ের চরআলগী গ্রামে ১০৪ বছরের পুরনো শনিপাড়া শহীদ জামে মসজিদ রয়েছে। প্রায় ছয়শ’ গজ দূরে একই নামে আরেকটি মসজিদ নির্মাণ করা হচ্ছে। এ নিয়ে স্থানীয়দের মধ্যে অসন্তোষ ও উত্তেজনা বিরাজ করছে।

এদিকে একই নামে নির্মাণাধীন মসজিদটির নির্মাণকাজ বন্ধের দাবিতে শহীদ মুক্তিযোদ্ধার সন্তান বেলাল উদ্দিন বাদী হয়ে আদালতে মামলা করেছেন।

স্থানীয়রা জানায়, ‘মুক্তিযুদ্ধ চলাকালে স্থানীয় মুক্তিযোদ্ধাদের সহায়তা করার অপরাধে উপজেলার চরআলগী ইউনিয়নের চরআলগী শনিপাড়া জামে মসজিদে জোহরের নামাজ শেষে কোরআন শরিফ তেলাওয়াত করার সময় পাক হানাদার বাহিনী রাজাকারদের সহায়তায় দুই সহোদর আমির উদ্দিন মাস্টার ও আলীম উদ্দিন সরকারকে ধরে নিয়ে বেয়নট দিয়ে খুঁচিয়ে গুরুতর আহত করে। পরে দুজনকে গুলি করে হত্যা করে। স্বাধীনতার পর শতবর্ষী মসজিদটি শহীদ ভ্রাতৃদ্বয়ের নামে অর্থাৎ ‘চরআলগী শনিপাড়া শহীদ জামে মসজিদ’ নামে নামকরণ করা হয়। প্রায় তিন বছর আগে স্থানীয় একটি মহল মসজিদটি অন্যত্র সরিয়ে নিতে চেষ্টা চালায়। কিন্তু জনতার প্রতিরোধে তা ব্যর্থ হয়।

এদিকে মসজিদের স্থান সংকুলান না হওয়ায় শহীদ পরিবার মসজিদের সামনের জমি থেকে ৮ শতাংশ জমি মসজিদের নামে লিখে দেয়। পরে মসজিদটি প্রশস্ত করতে শহীদ পরিবারের লোকজন জমি বিক্রি করে জেলা পরিষদে দুই লাখ টাকা জামানত দিয়ে মসজিদ প্রশস্ত করতে জেলা পরিষদ থেকে ১০ লাখ টাকা বরাদ্দ হয়। সে অনুযায়ী টেন্ডারও হয়। কিন্তু প্রতিপক্ষ নতুন করে রাতারাতি মসজিদের ছয়শ’ গজ দূরে একই নামে আরেকটি মসজিদের সাইনবোর্ড টানিয়ে দেয় এবং বাঁশের চাটাই দিয়ে ঘর তৈরি করে নামাজ আদায় শুরু করেন। ফলে একই নামে দুই মসজিদ থাকায় জেলা পরিষদ ১০ লাখ টাকা বরাদ্দ বাতিল করে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষও হয়। এ নিয়ে পরে শতবর্ষী পুরনো মসজিদের সভাপতি বেলাল উদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর প্রতিকার চেয়ে আবেদন করেন। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে দুই শহীদের নামে শতবর্ষী পুরনো মসজিদের নামে নতুন আরেকটি মসজিদ নির্মাণ করতে নিষেধ করে। নিষেধাজ্ঞা অমান্য করে নির্মাণকাজ চালিয়ে আসছে।’

এলাকার প্রবীন ব্যক্তি সাইদুল ইসলাম, ‘নজরুল ইসলাম, তফাজ্জল হোসেন, আব্দুল খালেক বলেন, ‘শত বছরের পুরনো মসজিদটি নতুন করে নির্মাণ করার জন্য পুরনো মসজিদের সামনে জমি দেয়া হয়েছে। সে অনুযায়ী জেলা পরিষদ থেকে বরাদ্দও হয়। কিন্তু খুরশেদ আলম গংরা দুই শহীদকে অসম্মান করে একই নামে সামান্য দূরে আরেকটি নতুন মসজিদের সাইনবোর্ড টানায়ি দিয়ে সংঘর্ষের মুখে ঠেলে দিয়েছে। এতে করে রক্তক্ষয়ী সংঘর্ষের পাশাপাশি খুন খারাবিও হতে পারে। বিবদমান মসজিদ নিয়ে গ্রামের যে অবস্থা তাতে আদালতের হস্তক্ষেপ প্রয়োজন।’

দুই শহীদের সন্তান শাহাজ উদ্দিন ও আতিকুল ইসলাম বলেন, ‘শতবর্ষী মসজিদটি স্থান সংকুলান না হওয়ায় সামনের জমি থেকে আট শতাংশ জমি লিখে দেয়া হয়। তারপরে খুরশেদ কিছু লোকজন নিয়ে অন্যত্র একই নামে আরেকটি মসজিদের সাইনবোর্ড টানিয়ে দিয়ে বিষয়টিকে জটিল করে তোলেন। এ কারণে সংষর্ঘও হয়।’

গফরগাঁও থানার উপ-পরিদর্শক আহসান হাবীব বলেন, ‘ওই গ্রামে গিয়ে দেখা যায়- মুক্তিযুদ্ধে শহীদ দুই ভাইয়ের নামে শতবর্ষী একটি মসজিদ রয়েছে। তারপরেও একই নামে অপর আরেকটি মসজিদ নির্মিত হচ্ছে। যা মোটেও কাম্য নয়।’

(ঢাকাটাইমস/১৭মার্চ/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফেনীতে অনাবাদি জমিতে শতকোটি টাকার তরমুজ চাষ

মাগুরায় চোরাই মোটরসাইকেলসহ তিন চোর আটক

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ির ধাক্কায় মোটরসাইকেল চালকের মৃত্যু 

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

এই বিভাগের সব খবর

শিরোনাম :