ঘুম থেকে চিরঘুমে শিল্পী ও সাংবাদিক রাজা

প্রকাশ | ১৭ মার্চ ২০১৯, ১৭:৪১ | আপডেট: ১৭ মার্চ ২০১৯, ১৭:৪৬

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

ভাওয়াইয়া শিল্পী ও সাংবাদিক শফিউল আলম রাজা ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। রবিবার বিকালে রাজধানীর পল্লবীর নিজ বাসায় হৃদরোগে তার মৃত্যু হয়।

রাজার শ্যালিকা শিল্পী গণমাধ্যমকর্মীদের জানান, রাজার স্ত্রী অফিসে ছিলেন আর বাচ্চারা ছিল স্কুলে। তিনি বাসায় ঘুমুচ্ছিলেন। দেরি করে ঘুম থেকে ওঠা তার নিত্যদিনের অভ্যাস ছিল। বিকালেও ঘুম থেকে না ওঠায় স্বজনদের সন্দেহ হয়। অনেক ডাকাডাকি করেও তার সাড়া মিলেনি। পরে তার লাশ উদ্ধার করা হয়।

রাজার দীর্ঘদিনের সহকর্মী রায়হান জনি জানান, পল্লবীরর সেতারা টাওয়ারের পেছনের একটি বাসায় ভাড়া থাকতেন রাজা। মিরপুরের সাড়ে এগারোতে তার ‘কলতান’ নামে একটি গানের স্কুল রয়েছে।

শফিউল আলম রাজা ঢাকা রি‌পোর্টার্স ইউ‌নি‌টির (ডিআরইউ) স্থায়ী সদস্য। তিনি সংগঠনটির সাবেক সাংস্কৃ‌তিক সম্পাদক।

তিনি জনকণ্ঠ, যুগান্তরসহ বিভিন্ন পত্রিকায় কাজ করেছেন। সর্বশেষ অনলাইন নিউজপোর্টাল প্রিয়ডটকমের প্রধান প্রতিবেদক হিসেবে কাজ করেছেন।

রাজার গ্রামের বাড়ি কুড়িগ্রামে। তিনি শ্রোতা-দর্শকের কাছে ‘ভাওয়াইয়া রাজা’ নামে পরিচিত ছিলেন।

(ঢাকাটাইমস/১৭মার্চ/এএ/জেবি)