নুরের বক্তব্যে ‘হতাশ’ লিটন নন্দীরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৭ মার্চ ২০১৯, ১৮:১৫ | প্রকাশিত : ১৭ মার্চ ২০১৯, ১৮:১০
গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে নুরুল হক নুর

ডাকসুতে ভিপি নির্বাচিত হওয়ার পর প্রধানমন্ত্রীর আমন্ত্রণে গণভবনে গিয়ে নুরুল হক নুর যে বক্তব্য দিয়েছেন তাতে হতাশ হয়েছেন তার সহযোদ্ধারা। নির্বাচনে কারচুপির অভিযোগ এনে একই সঙ্গে আন্দোলনে থাকা প্রগতিশীল ছাত্রজোট প্যানেলের ভিপি প্রার্থী লিটন নন্দী জানিয়েছেন, নুরের বক্তব্যে তারা হতাশ। তবে তিনি জানিয়েছেন, নুর না থাকলেও তাদের আন্দোলন অব্যাহত থাকবে।

রবিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে লিটন নন্দী বলেন, ‘নুরুল হক নুর প্রথমে আমাদের সঙ্গে পুনর্নির্বাচন চেয়েছেন। কিন্তু গণভবনে তিনি বলেছেন এবারের নির্বাচনে কিছু ভুলত্রুটি ছিল। আগামী নির্বাচনে যাতে এ ধরনের ভুলত্রুটি না হয় সেজন্য তিনি প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানিয়েছেন। যেখানে আমরা পুরো নির্বাচনকে বর্জন করছি সেখানে তিনি এধরনের বক্তব্য দিয়েছেন।’

লিটন বলেন, ‘এই নির্বাচন জালিয়াতির নির্বাচন। এই নির্বাচন ছাত্রলীগ ছাড়া সবাই আমরা প্রত্যাখ্যান করেছি। এই আন্দোলন চলবে।’

ছাত্র ইউনিয়নের এই নেতা জানান, কারচুপির এই নির্বাচনের ফল বাতিল ঘোষণা, শিগগিরই পুনরায় তফসিল, উপাচার্যসহ এই নির্বাচনে দায়িত্ব পালনকারী সব কর্মকর্তার পদত্যাগ, মিথ্যা মামলা প্রত্যাহার, প্রার্থীদের ওপর হামলাকারীদের শাস্তি প্রদান এসব দাবিতে তাদের আন্দোলন অব্যাহত থাকবে।

সংবাদ সম্মেলনে লিটন নন্দী আগামীকাল ১৮ মার্চ ক্লাস-পরীক্ষা বর্জন করে উপাচার্য কার্যালয়ে অবস্থান কর্মসূচি ঘোষণা করেন। এ সময় তার সঙ্গে জোটভুক্ত ছাত্রফ্রন্ট, ছাত্র ফেডারেশন, বিপ্লবী ছাত্রমৈত্রী, ছাত্রগণমঞ্চ, বিপ্লবী ছাত্র আন্দোলনসহ ১০টি ছাত্র সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ব্যাপক অনিয়মের অভিযোগ তুলে ১১ মার্চের ডাকসু নির্বাচন বর্জন করে একমাত্র ছাত্রলীগ ছাড়া আর সব ছাত্র সংগঠন ও স্বতন্ত্র প্যানেলের প্রার্থীরা৷ কিন্তু তারপরও গভীর রাতে নির্বাচনের ফলাফলে কোটা সংস্কার আন্দোলনের নেতা নুরুল হক নুর ভিপি পদে জয়ী হন৷ সমাজসেবা সম্পাদক পদেও জয়ী হন ওই প্যানেলের আখতার হোসেন৷ আর জিএস ও এজিএসসহ ২৩টি পদে জয়ী হন ছাত্রলীগের প্রার্থীরা৷

আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৮টি হলের মধ্যে চারটি ছাত্রী ও দুটি ছাত্র হলে কোটা সংস্কার আন্দোলনের নেতারা জয় পান৷ কিন্তু এরপরও ভিপি নুরুল হক নুরুসহ বাম ও স্বতন্ত্র জোট নেতারা নতুন নির্বাচনের দাবি জানান৷ এক পর্যায়ে রোকেয়া হলসহ আরও কিছু হলের প্রার্থীরা আমরণ অনশন শুরু করেন নতুন নির্বাচনের দাবিতে৷ শনিবার রাতে রোকেয়া হলের প্রার্থীরা অনশন স্থগিত করেন৷

এই অবস্থার মধ্যে প্রধানমন্ত্রী গণভবনে ডাকসুর নবনির্বাচিত কমিটির সদস্যদের আমন্ত্রণ জানান৷ শনিবার বিকালে মাত্র একজন ছাড়া নুরসহ আর সবাই গণবভনে যান৷ হল সংসদের ২৩৪ জনের মধ্যে ২৩৩ জন এবং ডাকসুর কেন্দ্রীয় ২৫ জনসহ ২৫৮ জন গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন৷ সেখানে ডাকসুতে ভিপি পদে পরাজিত ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভনও ছিলেন৷ প্রধানমন্ত্রী নুর ও শোভনকে তার দু'পাশে বসিয়ে সবার সঙ্গে কথা বলেন৷ নিজের বক্তব্যের সময় আবেগাপ্লুত নুর প্রধানমন্ত্রীর মধ্যে নিজের মায়ের প্রতিচ্ছবি খুঁজে পান বলে জানান। তিনি প্রধানমন্ত্রীর পা ছুঁয়ে সালামও করেন।

(ঢাকাটাইমস/১৭মার্চ/জেবি)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

ইউনিভার্সিটি অফ স্কলার্সের বিবিএ ১৫তম ব্যাচের নবীন বরণ অনুষ্ঠিত

এবার কুবির আরেক সহকারী প্রক্টরের পদত্যাগ

গুচ্ছের হাবিপ্রবি কেন্দ্রে তিন ইউনিটে পরীক্ষার্থী ১২৩৪১ জন

জাবি অধ্যাপক তারেক চৌধুরীর গবেষণা জালিয়াতিতে তদন্ত কমিটি

বিএসএমএমইউর ১২৪ শিক্ষক-চিকিৎসক ‘গবেষণা অনুদান’ পেলেন সাড়ে ৪ কোটি টাকা

ঢাবির সুইমিংপুলে শিক্ষার্থীর মৃত্যু: তদন্ত কমিটি গঠন

বুয়েটে রাজনীতি: হাইকোর্টের আদেশ পাওয়ার পর আইনি পদক্ষেপের ঘোষণা

মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

বিএসএমএমইউর উপ-উপাচার্য হলেন আতিকুর রহমান

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ব্যবস্থাপনা উন্নয়ন ও দ্রুত সেবা প্রদানে নির্দেশ উপাচার্যের

এই বিভাগের সব খবর

শিরোনাম :