গণভবনে গেলেও পুনর্নির্বাচন চাইলেন ভিপি নুর

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৭ মার্চ ২০১৯, ২১:১৫ | প্রকাশিত : ১৭ মার্চ ২০১৯, ১৯:২৭

প্রধানমন্ত্রীর আমন্ত্রণে গণভবনে গেলেও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদে পুনর্নির্বাচনের দাবিতে অনড় রয়েছেন ডাকসুর নবনির্বাচিত সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুর। বলেছেন, ‘সাধারণ শিক্ষার্থীরা চাইলে আমি দায়িত্ব গ্রহণ করব। না চাইলে করব না।’

রবিবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে গণভবনে যাওয়ার ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নুর বলেন, ‘আমরা প্রথম শুনেছিলাম যে গণভবনে শুধু ডাকসু এবং হল সংসদের নিবার্চিত প্রতিনিধিরা যাবেন। কিন্তু সেখানে গিয়ে দেখি, ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত। তাদের দেখে আমি নিজের অস্বস্তি বোধ হয়েছে।’

‘আপনারা জানেন যে, স্বাভাবিকভাবে মানুষের একবার ‘কনসেনট্রেশন’ নষ্ট হয়ে যায়, তাহলে মানুষের আর কথা বলার মুড থাকে না। তাই আমি সেখানে (গণভবনে) অনেক কথা বলতে পারিনি। মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি শ্রদ্ধাবোধ রেখে আমরা সেখানে গিয়েছি। কারণ তিনি রাষ্ট্রের সবোর্চ্চ নির্বাহী ব্যক্তি। আর ঢাকা বিশ্ববিদ্যালয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান।’

নুর বলেন, ‘ডাকসু নির্বাচনটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিষয়, এটা সরকারের কোনো বিষয় না। প্রধানমন্ত্রী কারচুপি ও অনিয়মের নির্বাচনে যারা জয়ী হয়েছেন তাদের গণভবনে আমন্ত্রণ জানিয়েছেন। আমাদের শ্রদ্ধাবোধ থেকে আমরা সেখানে গিয়েছি। সেখানে ডাকসুর বাইরেও আবাসন সংকট এবং শিক্ষাব্যবস্থা নিয়ে কথা বলেছি।’

‘কিন্তু নির্বাচনের বিষয়ে সরকারের কিছুই করার নেই। ঢাকা বিশ্ববিদ্যালয় একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। আমি শুধু প্রধানমন্ত্রীর নজরে এনেছি যে, এই নির্বাচনে অনিয়ম হয়েছে। শিক্ষার্থীরা সেটির সমাধান চাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীর জায়গা থেকে তিনি যেন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে বিষয়টি অবহিত করেন।’

সাংবাদিকদের উদ্দেশ করে ডাকসুর ভিপি বলেন, ‘আমাকে ভুলভাবে উপস্থাপন করবেন না। আমি যেটা আগেই বলেছি যে এত অনিয়ম-কারচুপির পরেও ভিপি ও সমাজসেবা পদে আমরা জয়ী হয়েছি। সে জায়গা থেকে বলেছিলাম অন্তত এই দুটি পদ বাদে বাকি পদগুলোতে নির্বাচন দিতে। তবে, এটা ছিল আমার ব্যক্তিগত বক্তব্য। কিন্তু আমরা দেখেছি যে শিক্ষার্থীরা চাচ্ছে যে সব পদে পুনর্নির্বাচন। সে জায়গা থেকেই আমিও তাদের সঙ্গে একাত্মতা পোষণ করে বলছি, পুনর্নির্বাচন দেওয়া হোক।’

ভিপি বলেন, ‘ডাকসুতে যে নির্বাচন হয়েছে তার মাধ্যমে ঢাবিকে কালিমা লেপন করা হয়েছে। তাই আমরা আবারও বলছি পুনরায় নির্বাচন দিতে হবে। সেই নির্বাচন হবে সুষ্ঠু। এবং গত নির্বাচনে যেসব শিক্ষক, কর্মকর্তা বিতর্কিত ভূমিকা রেখেছে তাদের পদত্যাগ করতে হবে।’

রোকেয়া হলে নির্বাচনের দিন লাঞ্ছিত ও হামলার শিকার হয়েছেন দাবি করে নুর বলেন, ‘আমার এই একটি ঘটনাই প্রমাণ করে নির্বাচন সুষ্ঠু হয়নি। আমরা কলঙ্কিত নির্বাচন চাই না। আমরা সবার অংশগ্রহণে স্বতঃস্ফূর্ত নির্বাচন চাই। তাই আমাদের যেসব ভাই বোন নির্বাচনের দাবিতে অনশন করছে তাদের সঙ্গে আমি একমত। আমি আবারো নির্বাচনের দাবি করছি।’

ভিপি হওয়ার পর আন্দোলন চালিয়ে যাওয়া এবং দায়িত্ব নেয়ার বিষয় তিনি বলেন, ‘আমি এখনো কার্যক্রম চালাইনি। আর আগেই বলেছি যারা আমরা একসঙ্গে আছি সবার সঙ্গে কথা বলে, পরিবেশ পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেয়া হবে।’

অভিষেক অনুষ্ঠানে অংশ নেয়ার বিষয় জানতে চাইলে তিনি বলেন, ‘আমি এ বিষয়টি ভাসা ভাসা শুনেছি। সঠিক খবর পাইনি। পেলে তখন আমার সঙ্গে যারা আছেন তাদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেব।’

এসময় ডাকসুর সমাজ কল্যাণ সম্পাদক আক্তার হোসেনসহ কোটা সংস্কার আন্দোলনের নেতারা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/১৭মার্চ/বিইউ/জেবি)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :