সেমিতে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত

প্রকাশ | ১৭ মার্চ ২০১৯, ২০:৩৩ | আপডেট: ১৭ মার্চ ২০১৯, ২০:৩৬

ক্রীড়া ডেস্ক

নেপালকে হারাতে পারলেই সেমিফাইনালের লড়াইয়ে প্রতিপক্ষ ভারতকে এড়াতে পারতো বাংলাদেশের মেয়েরা। কিন্তু সেটা আর সম্ভব হয়নি। নেপালের কাছে হেরে গ্রুপ রানার্স আপ হয় লালসবুজরা।

এরপরও আশা জাগে ভারত-শ্রীলঙ্কা লড়াইয়ে। লঙ্কানরা যদি ভারতকে ঠেকাতে পারে তাহলেও বাংলাদেশের সামনে ভারত পড়বে না। সেই আশাও পূরণ হলো না। যার কারণে নারী সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালের লড়াইয়ে ভারতের বিপক্ষেই লড়তে হবে মারিয়া-সাবিনারা ।

রবিবার ‘বি’ গ্রুপ পর্বের শেষ ম্যাচে শ্রলিঙ্কাকে উড়িয়ে দেয় ভারত। নেপালে বিরাটনগরে অনুষ্ঠিত ম্যাচটিতে ৫-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয় ভারত।

এ কথা নিশ্চিত যে, বাংলাদেশের সামনে খুব কঠিন হতে যাচ্ছে সেমির লড়াই। টুর্নামেন্টের সেমিফাইনাল ম্যাচ দুটি হবে আগামী ২০ মার্চ। একই দিনে অন্য সেমিফাইনালে স্বাগতিক নেপালের মুখোমুখি হবে শ্রীলংকা।

(ঢাকাটাইমস/১৭ মার্চ/এইচএ)