চাঁপাইনবাবগঞ্জে ভাষাসৈনিক ওসমান গণির দাফন সম্পন্ন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৭ মার্চ ২০১৯, ২২:৫১

যথাযোগ্য মর্যাদায় চাঁপাইনবাবগঞ্জের ভাষাসৈনিক ওসমান গণির জানাজা শেষে রেহাইচর ঈদগাহ কবরস্থানে দাফন করা হয়েছে। রবিবার বাদ আসর তার জানাজা হয়।

জানাজায় স্থানীয় সাংসদসহ রাজনৈতিক, আইনজীবী, তার আত্মীয়-স্বজন ও এলাকবাসী উপস্থিত ছিলেন।

শনিবার রাত সাড়ে ৯টায় ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ভাষাসৈনিক ওসমান গণি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর। তিনি বেশকিছু দিন যাবত বার্ধক্যজনিত নানা অসুখে ভুগছিলেন।

দুই সপ্তাহ আগে ঢাকার বারডেম হাসপাতালে ভর্তি করা হয় ভাষা সংগ্রাম কমিটির অন্যতম এই সদস্যকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলের ছাত্র ছিলেন ওসমান গণি। ছিলেন ভাষাসৈনিক আব্দুল মতিনের অন্যতম সহযোগী।

মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

(ঢাকাটাইমস/১৭মার্চ/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :