জাপানে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালিত

প্রকাশ | ১৭ মার্চ ২০১৯, ২৩:৩০

হাসিনা বেগম, জাপান

নানা আয়োজনে জাপানে বাংলাদেশ দূতাবাসে রবিবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে দূতাবাস নানা কর্মসূচি নেয়। এর মধ্যে ছিল বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, বিশেষ  দোয়া মাহফিল, আলোচনা সভা, শিশু-কিশোরদের জন্য কুইজ প্রতিযোগিতা, যেমন খুশি তেমন সাজো এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।

দূতাবাসের দ্বিতীয় সচিব তুষিতা চাকমার পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রাষ্ট্রদূত রাবাব ফাতিমা।

এরপর রাষ্ট্রদূত রাবাব ফাতিমা শিশু কিশোরদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন। তারপর সারিবদ্ধভাবে একে একে শ্রদ্ধা জানান।

শ্রদ্ধা জানানো পর্ব শেষ হলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার পরিবারের নিহত সকল সদস্যের আত্মার মাগফেরাত কামনা এবং দেশের মঙ্গল কামনা করে বিশেষ দোয়া করা হয়।

এছাড়াও দিবসটির তাৎপর্যে বক্তব্য রাখেন জাপান আওয়ামী লীগের সভাপতি সালেহ মো. আরিফ, সাধারণ সম্পাদক খন্দকার আসলাম হিরা, কাওসার আহমেদ লাইজু, মীর হোসেন মিলন প্রমুখ।

(ঢাকাটাইমস/১৭মার্চ/এলএ)