বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালন করতে না পারায় কৃষিবিদদের মানববন্ধন

ময়মনসিংহ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৭ মার্চ ২০১৯, ২৩:৪১

ময়মনসিংহে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের কর্মসূচি পালন করতে না পেরে বিক্ষোভ করেছেন ময়মনসিংহ জেলা শাখার ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশনের নেতারা।

রবিবার বিকালে নগরীর মালগুদামে ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউট কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালিত হয়।

এ সময় বক্তারা অভিযোগ করেন, ‘জাতির জনকের ৯৯জন্মবার্ষিকী পালন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল হওয়ার কথা ছিল ময়মনসিংহ শাখার ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউট কার্যালয়ে। বিকাল ৩টায় অনুষ্ঠান পালন করতে এসে আমরা কার্যালয়ের রুমে তালা লাগানো দেখতে পাই। পরে খোঁজ নিয়ে জানতে পারি সভাপতি এএইচএম জামাল উদ্দিন ও সাধারণ সম্পাদক রেজাউল আমিন ফারুক মিলে সংগঠনের কার্যালয় তালাবদ্ধ করে রেখেছেন।

এ সময় তারা সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকের বহিস্কার দাবিসহ এ বিষয়ে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার জন্য কেন্দ্রীয় নেতাদের আহবান জানান।

মানববন্ধনে ছিলেন- হারুন-অর-রশীদ তালুকদার, কামাল হোসেন ভূঁইয়া, সাইদুল ইসলাম, শংকর কুমার সরকার, আসাদুজ্জামান স্বপন, হাজেরা খাতুন, আবুল কালাম আজাদ, কামরুজ্জামান, আসাদুর রহমান, মোকাম্মেল হক প্রমুখ।

এ বিষয়ে অভিযুক্ত সাধারণ সম্পাদক রেজাউল আমিন ফারুককে বারবার ফোন করেও পাওয়া যায়নি।

(ঢাকাটাইমস/১৭মার্চ/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :